গায়িকা কণিকা কাপুর রবিবার রাতে মেঘালয়ের মিগং ফেস্টিভ্যালে পারফর্ম করতে গিয়ে বড়সড় বিপদের মুখে পড়লেন। মঞ্চে গান গাইতে গাইতে হঠাৎই এক দর্শক ভিড়ের মধ্য থেকে উঠে এসে তাঁর কাছে পৌঁছে যায় এবং জোর করে তাঁকে ধরে ফেলে। ঘটনাটি উৎসবের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে বড় প্রশ্ন তুলে দিয়েছে।
ঘটনার সময় কণিকা একটি জনপ্রিয় গান গাইছিলেন। ঠিক সেই মুহূর্তেই এক ব্যক্তি মঞ্চে উঠে এসে তাঁর পায়ের দিকে হাত বাড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা ছুটে এসে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যান। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় গায়িকা এবং উপস্থিত দর্শক সবাই হতবাক হয়ে যান। তবে কণিকা পরিস্থিতি সামলে নিয়ে কোনও বিরতি ছাড়াই গান চালিয়ে যান।
নেটমাধ্যমে ক্ষোভ
ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে এমন অনধিকার প্রবেশের তীব্র নিন্দা করেছেন। একজন লিখেছেন, ‘ভারতে মহিলারা মঞ্চে থেকেও সুরক্ষিত নন!’ আরেকজনের মন্তব্য, ‘ওই লোক কি করতে চাইছিল? তাকে অবিলম্বে শাস্তি দেওয়া উচিত।’
এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে অনুরূপ ঘটনা ঘটেছে। কিছুদিন আগে অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে লাল কার্পেট ইভেন্টে এক অনুরাগীর দ্বারা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছিলেন। ‘টোটালি উইকেড’ প্রিমিয়ারে তাঁর সহ-অভিনেত্রী সিন্থিয়া এরিভো তৎক্ষণাৎ এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন। একইভাবে ‘চেরি ব্লসম ফেস্টিভ্যাল’এ র্যাপার টাইগার অনুষ্ঠানের সময় এক অনধিকারপ্রবেশকারীর মুখোমুখি হন।
এ বছর এক কনসার্টে গায়ক করণ আউজলাকে ভিড়ের মধ্যে থেকে ছোড়া একটি টি-শার্ট মুখে লেগে যায়। যদিও তিনিও হাসিমুখে পরিস্থিতি সামলে নিয়েছিলেন।
কণিকা কাপুরের ঘটনাটি আবারও মনে করিয়ে দিল—বড় ইভেন্টে সেলিব্রিটিদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা প্রয়োজন।
কণিকা কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়িকা, যিনি ২০১৪ সালে ‘বেবি ডল’ গানটির মাধ্যমে দেশের মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। লখনউতে জন্ম নেওয়া কণিকা ছোটবেলা থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছিলেন এবং পরবর্তীতে লন্ডনে গিয়ে সঙ্গীতজীবন গড়ে তোলেন। ‘চিটিয়া কালাইয়া’, ‘দেশি লুক’, ‘জওয়ানি লে ডুবি’—এর মতো বহু হিট গান তাঁর ঝুলিতে রয়েছে। বলিউডে আইটেম এবং পপ–সংগীতের অনন্য মিশ্রণ তৈরি করে তিনি নিজের স্বতন্ত্র স্টাইল গড়ে তুলেছেন। জাতীয় পুরস্কার থেকে শুরু করে ফিল্মফেয়ার-সহ বিভিন্ন সম্মান তাঁর ঝুলিতে যোগ হয়েছে। বর্তমানে কণিকা ছবির পাশাপাশি লাইভ কনসার্ট, সিঙ্গল অ্যালবাম এবং আন্তর্জাতিক কোলাবোরেশনেও সমান সফলতায় কাজ করে চলেছেন।
