আজকাল ওয়েবডেস্ক: ফের বিতর্কে কঙ্গনা রানাওয়াত। এ বার জাভেদ আখতারের করা একটি মামলায় অভিনেত্রীকে সতর্ক করল বান্দ্রার একটি ম্যাজিস্ট্রেট আদালত। জাভেদ আখতারের করা মানহানির মামলায় হাজিরার নির্দেশ না মানলে বিজেপি সাংসদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে আদালত।

কঙ্গনার আইনজীবী, রিজওয়ান সিদ্দিকি বান্দ্রা আদালতে জানিয়েছেন, কঙ্গনা তার সংসদীয় প্রতিশ্রুতির কারণে এই কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এর পরই জাভেদ আখতারের আইনজীবী, অ্যাডভোকেট জে কে ভরদ্বাজ, প্রায় ৪০ টি গুরুত্বপূর্ণ শুনানিতে কঙ্গনার অনুপস্থিতির কথা উল্লেখ করেন। অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করার অনুরোধও জানান তিনি। জবাবে কঙ্গনার আইনজীবীর বক্তব্য শোনার পর কঙ্গনাকে শেষ একবার আদালতে হাজির হওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ম্যাজিস্ট্রেট। তবে এ ক্ষেত্রেও যদি কঙ্গনা হাজির না হন, সে ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে আদালত। 


প্রসঙ্গত, ২০২০ সালে একটি সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেন, ২০১৬ সালে জাভেদ দেখা করেছিলেন তাঁর সঙ্গে। পরবর্তীতে কঙ্গনার দাবি নস্যাৎ করে জাভেদ জানান, কঙ্গনা মিথ্যা কথা বলছেন। এর পরই কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেন জাভেদ। বারবার আদালতের তরফ থেকে মধ্যস্থতার জন্য কঙ্গনাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও আদালতে আসেননি অভিনেত্রী। মঙ্গলবারও কোর্টের তরফ থেকে মধ্যস্থতা করার জন্য সময় দেওয়া হয়েছিল। সময় মতো ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হন জাভেদ। কিন্তু এদিনও আসেননি কঙ্গনা।