দক্ষিণী সিনেমার শুধু নয়, ভারতীয় ছবির দুই জীবন্ত কিংবদন্তি কমল হাসন আর রজনীকান্ত—যাঁদের একসঙ্গে পর্দায় দেখা মানেই দর্শকের কাছে তা প্রায় উৎসবের সামিল। দীর্ঘ বিরতির পর ফের শুরু হচ্ছে তাঁদের যৌথ যাত্রা। এবারের ঘোষণা এল সিআইআইএমএ (SIIMA) পুরস্কারের মঞ্চে, যেখানে কমল হাসন হাতে পেলেন ‘কল্কি ২৮৯৮ এ.ডি.’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার।

মঞ্চে যখন তাঁকে জিজ্ঞেস করা হয়—রজনীকান্তর সঙ্গে কি নতুন কোনও ছবিতে জুটি বাঁধছেন? জবাবে কমল বলেন:
“এটা অসাধারণ ঘটনা হবে কি না জানি না, তবে দর্শক যদি খুশি হন, আমরাও খুশি হব। না হলে আবার চেষ্টা করব। অনেকদিন ধরেই এটা আলোচনা চলছিল। একসময় আমাদের দু’জনকে একটিমাত্র বিস্কুট দেওয়া হয়েছিল— আমরা দু'জনেই তার অর্ধেক খেয়েই খুশি হয়েছিলাম। এখন তাই একসঙ্গে ফিরছি।”
কমল আরও স্পষ্ট করে দেন যে তাঁদের মধ্যে কখনও প্রতিযোগিতা ছিল না। “প্রতিদ্বন্দ্বিতা কল্পনা করেছে দর্শক। আমরা চাইতাম একে অপরের ছবি প্রযোজনা করতে। ব্যবসার দিক থেকে হয়তো চমক লাগতে পারে, কিন্তু আমাদের কাছে এটাই স্বাভাবিক।”
কে হবেন কমল-রজনী জুটির ছবির পরিচালক?যদিও ছবির নাম বা চিত্রনাট্য প্রকাশ হয়নি, জোর গুঞ্জন—পরিচালকের আসনে থাকতে পারেন লোকেশ কানাগারাজ। তিনি এর আগেও কমলকে নিয়ে ‘বিক্রম’ বানিয়েছিলেন। সম্প্রতি নিজের নতুন ছবি ‘কুলি’-র প্রচারে লোকেশ জানান, তাঁর এলসিইউ (Lokesh Cinematic Universe)-তে ক্যামিওর জায়গা খালি আছে, যেখানে কমলকে নিতে চান তিনি।

কমল–রজনী শেষবার একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁদের কেরিয়ারের শুরুর দিকে—‘অপুর্বরাগাঙ্গাল’, ‘মূন্দ্রু মুডিচু’, ‘আভারগল’ —এর মতো ক্লাসিক ছবিতে। বহু দশক পর ফের তাঁদের এক ফ্রেমে দেখা দর্শকের কাছে নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত হবে।
রজনীকান্তর সর্বশেষ ছবি ‘কুলি’ গত মাসে মুক্তি পেয়ে মাঝারি সাড়া ফেলেছে। অন্যদিকে কমলকে শেষবার দেখা গিয়েছে মণিরত্নমের ‘ঠাগ লাইফ’-এ, যা বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিম করছে।
