নিজস্ব সংবাদদাতা: পরিচালকদ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে আবারও বাংলা সিনেমায় ফিরছেন রাখি গুলজার। ছবির নাম 'আমার বস'। ছবিতে রাখি গুলজারের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য চট্টোপাধ্যায়, আভেরি সিংহ রায়, এবং ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্রুতি দাস। উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে ১৬ মে বড়পর্দায় আসছে এই ছবি।

 

এই ছবির চমক হিসাবে থাকছেন বাংলা সাহিত্যের চার সাহিত্যিক। তাঁরা হলেন জয় গোস্বামী, প্রচেত গুপ্ত, স্মরণজিৎ চক্রবর্তী ও তিলোত্তমা মজুমদার। এই মুহূর্তের বাংলা সাহিত্যের চার চর্চিত লেখক-কবিকে এক ফ্রেমে বন্দি করলেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি। 'আমার বস'-এ সাহিত্য বাসরে ঠিক কেমন অভিজ্ঞতা হল চার সাহিত্যিকের?

 

আজকাল ডট ইনকে জয় গোস্বামী বলেন, "অভিনয় তো করতেই হয়নি। ফ্লোরে গিয়ে শুধু একটা চেয়ারে বসলাম। একজন এসে একটা বই হাতে দিল, তাতে অটোগ্রাফ দিলাম। এত অল্প সময়ের জন্য কাজ হলেও ওরা সবাই খুব যত্ন করেছে। আমি তো অবাক এর জন্য আমায় পারিশ্রমিকও দিয়েছে।"

 

প্রসঙ্গত, 'আমার বস'-এর মাধ্যমে প্রথমবার বড়পর্দায় অভিষেক হতে চলেছে শ্রুতি দাসের। ছোটপর্দায় পরিচিতি লাভ করলেও বড়পর্দায় এটাই তাঁর প্রথম কাজ। ছবিতে রাখি গুলজার যেন আলাদা চমক। অভিনেত্রী এই পরিচালকদ্বয়ের ‘হামি’ ছবিটি দেখে খুব খুশি হন। তারপর যখন 'আমার বস'-এর জন্য তাঁরা, তাঁকে অভিনয়ের অনুরোধ জানিয়েছিলেন তখন তিনি হিন্দিতে 'হামি' করার পাল্টা অনুরোধ রাখেন। এও জানান, তিনি অপরাজিতা আঢ্য অভিনীত চরিত্রটি করতে চান। এরপর নতুন ছবির গল্প শোনেন। এবং রাজি হন 'আমার বস'-এর জন্য।