আজকাল ওয়েব ডেস্ক: টম হল্যান্ডের পিটার পার্কার হয়ে এখনও দর্শকদের অন্যতম ফেভারিট। আর এবার যখন ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গিয়েছে, তখন মার্ভেল ও সোনি এক বিশাল আপডেট দিয়ে দিল—নতুন খলনায়ক আসছেন, আর তিনি একেবারে পরিচিত মুখ! হ্যাঁ, ঠিকই ধরেছেন—'দ্য পানিশার' খ্যাত জন বার্নথাল এবার যুক্ত হচ্ছেন নতুন স্পাইডার ম্যান ছবিতে। চলতি বছরেই ইংল্যান্ডে শুরু হচ্ছে ছবির শুটিং, আর মুক্তির দিন নির্ধারিত ৩১ জুলাই, ২০২৬। পরিচালক ‘সাং-চি’ ছবিখ্যাত ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। ছবিতে আবার দেখা যাবে জেন্ডায়া (এম জে) ও জ্যাকব বাতালন (নেড)-কে। সেই সঙ্গে নতুন সংযোজন ‘স্ট্রেঞ্জার থিংস’-এর অভিনেতা স্যাডি সিঙ্ক।

 

জন বার্নথালের ফ্র্যাঙ্ক ক্যাসেল বা ‘পানিশার’ মানেই রাফ, র’ ও নিখাদ প্রতিশোধ। অতএব এবার স্পাইডারম্যানের অ্যাকশন জগতে আসছে এক অন্ধকার, তীক্ষ্ণ মোড়। গ্যাজেট নয়, গুলি আর কৌশলে লড়াই করা এই  অ্যান্টি-হিরো চরিত্র আর অন্যদিকে পিটারের সুপারপাওয়ারের সঙ্গে এক অন্যরকম সংঘাত তৈরি করতে চলেছে! 

 

এক নেটিজেন লিখেছেন, “পিটার পার্কারের স্পাইডি-সেন্স বনাম পানিশারের দুরন্ত সব ফাঁদ পাতার পরিকল্পনা—এটা দেখার জন্য মুখিয়ে আছি!” আর একজন তো বলে ফেলেছেন, “আমি চিৎকার করেই ফেলেছি! অবিশ্বাস্য খবর!” নেটফ্লিক্সের ‘ডেয়ারডেভিল’ সিরিজে প্রথম আত্মপ্রকাশ করেন বার্নথাল, পরে তিনি নিজেই একটি আলাদা সিরিজ পান ‘দ্য পানিশার’ নামে। সদ্য মার্ভেল সিরিজ ‘ডেয়ারডেভিল: বরং এগেইন’-এও ফের দেখা গেছে তাঁকে। আর এবার এই নতুন স্পাইডারম্যান ছবিতে তাঁর পা রাখা আরও একবার মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে তাঁর প্রত্যাবর্তনকে জোরদার করল।

 


জানিয়ে রাখা ভাল, টম হল্যান্ড ও বার্নথাল দু’জনেই ২০২৬ সালের জুলাই মাসে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’-তেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। অর্থাৎ, ২০২৬-এর জুলাই সুপারহিরো ও মহাকাব্যের মাস হতে চলেছে।

এইবার প্রশ্ন একটাই—স্পাইডারম্যান তার মাকড়সার জাল এবং বুদ্ধিতে পানিশারকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ফেলতে পারবে তো? না কি এই যুদ্ধেই উলটে জড়িয়ে যাবে পিটার পার্কার নিজেই?