‘মির্জাপুর’ সিরিজ নয়, এবার আসছে বড়পর্দায়! ‘গুড্ডু পণ্ডিত’ ওরফে আলি ফজলের মুখ থেকেই এসেছিল এই বড় খবর। তবে চমকের শেষ এখানেই নয়। একদিকে চলছে সিরিজের চতুর্থ সিজনের প্রস্তুতি, অন্যদিকে, ঘোষণা হয়ে গিয়েছে ‘মির্জাপুর’কে ঘিরে সিনেমা! আলি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এ ছবি শুধুই ওয়েব সিরিজ থেকে বড়পর্দায় যাওয়ার ছক নয়। বরং এটি হবে একেবারে আলাদা ফরম্যাটে একটা ‘মির্জাপুর ইউনিভার্স’ এক্সপ্লোরেশন। অভিনেতা জানিয়েছেন, ছবিটি সিরিজের অন্য টাইমলাইন ঘিরে হবে। তাঁর কথায়, “ হলিউডে 'পিকি ব্লাইন্ডার্স' যেমন একটা ছবি বানাচ্ছে, এটাও অনেকটা সে রকমই।” তবে কাদের দেখা যাবে ছবিতে? সে প্রশ্নে মুখে কুলুপ আলির। জানিয়েছেন, “ফাইনাল কাস্টের নাম এখনও ঘোষণা হয়নি। নির্মাতারা শিগগিরই ঘোষণা করবেন।” আর এবার হল। 

 

 

ওটিটি জগত কাঁপিয়ে দেওয়ার পর এবার মির্জাপুরের দুনিয়া পৌঁছচ্ছে বড় পর্দায়। বহু প্রতীক্ষিত এই ঘোষণা ইতিমধ্যেই দর্শকদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। আর এবার জানা গেল, শুধু পুরনো প্রিয় চরিত্ররাই নয়, নতুন তারকারাও যুক্ত হচ্ছেন এই কাল্ট ইউনিভার্সে।
গুড্ডু পণ্ডিত হিসেবে আলি ফজল, কালীণ ভাইয়া রূপে পঙ্কজ ত্রিপাঠী, আর মুননা ত্রিপাঠী হিসেবে দিব্যেন্দু—তাঁরা আবারও তাঁদের চরিত্রে ফিরছেন। শ্বেতা ত্রিপাঠীও ফিরছেন গোলুর চরিত্রে, যে চরিত্রের জন্য তিনি বিপুল প্রশংসা পেয়েছিলেন।

 


খবর, এই শক্তিশালী অভিনেতা-অভিনেত্রীদের লাইন-আপের সঙ্গে যুক্ত হচ্ছেন দুই তারকা—জিতেন্দ্র কুমার এবং রবি কিশন। তবে তাঁদের চরিত্র কী হবে, গল্পে তাঁরা কীভাবে এই ছবির সঙ্গে যুক্ত হবেন—তা এখনই গোপন রাখা হয়েছে। কিন্তু এই দুই তারকার অন্তর্ভুক্তি মির্জাপুর ভক্তদের কৌতূহলকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শোনা যাচ্ছে, স্ক্রিপ্ট রিডিং, লুক টেস্ট, চরিত্রের প্রস্তুতি সবকিছুই শুরু হয়ে গেছে। জিতেন্দ্র আর রবি কিশনও প্রি-প্রোডাকশনে যোগ দিয়েছেন। আগামী মাসেই ছবির শুটিং শুরু হবে।

 

প্রসঙ্গত, ‘মির্জাপুর’-এর তৃতীয় সিজন ২০২৪-এ মুক্তি পেয়েছিল। এবার চতুর্থ সিজনের কাজ চলছে পুরোদমে। আলির ইঙ্গিত, এটিই হতে পারে সিরিজের শেষ সিজন। তাঁর কথায়, “লেখার কাজ চলছে। আমার মনে হয় এটা শেষ সিজন হতে পারে... যদিও নিশ্চিত নই।”অর্থাৎ শেষ সিজনেই শেষ নয় 'মির্জাপুর'—আসছে বড়পর্দায়। গুড্ডুর কামব্যাক কীভাবে বদলে দেবে মির্জাপুরের গদি দখলের খেলা, এখন সেদিকেই নজর সকলের। মির্জাপুর ছবি নিয়ে আলীর আরও মন্তব্য, “আমি যারপরধাই উত্তেজিত। আসলে, 'মির্জাপুর' সিরিজের সঙ্গে জড়িত আমরা সবাই খুব উত্তেজিত। সেই পুরনো টিমটাই ফিরছে সিনেমার জন্য। আমি ছবির চিত্রনাট্যটা শুনেছি। দারুণ হয়েছে! এটুকু বলতে পারি, দর্শকের জন্য একটা বিশাল চমক অপেক্ষা করছে।”