সংবাদ সংস্থা মুম্বই: ভারতের অন্যতম অটোমোটিভ টেকনোলজি সংস্থা সোনা বিএলডব্লিউ প্রিসিশন ফোর্জিংস লিমিটেড সোনা কমস্টার (Sona Comstar)-এর চেয়ারম্যান সঞ্জয় কাপুরের মৃত্যু হয়েছে গত মাসেই। ইংল্যান্ডে একটি পোলো ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যু ঘটে। কর্পোরেট মহলে এবং অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে তাঁর এই অকাল প্রয়াণ গভীর শোকের ছায়া ফেলেছে।এই মর্মান্তিক ঘটনার পর, সংস্থার তরফে এক্সচেঞ্জ ফাইলিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে—জেফ্রি মার্ক ওভারলি এখন থেকে সোনা কমস্টার-এর নতুন চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন।

জেফ্রি ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি থেকে সংস্থার স্বতন্ত্র পরিচালক (Independent Director) হিসেবে যুক্ত রয়েছেন। চলতি বছরের ৩০ এপ্রিল, তাঁকে আরও পাঁচ বছরের জন্য পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেয় বোর্ড, যা কার্যকর হবে ২০৩১ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত—শেয়ার হোল্ডারদের অনুমোদনের সাপেক্ষে।

দীর্ঘদিন ধরে জেফ্রি মার্ক ওভারলি যুক্তরাষ্ট্র থেকে কাজ করলেও, সময়ের সীমাবদ্ধতা অতিক্রম করে কোম্পানির বোর্ড ও কমিটির সমস্ত গুরুত্বপূর্ণ মিটিংয়ে যোগ দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা নিয়েছেন। তাই সংস্থার জন্য তাঁর এই নেতৃত্বে আসা এক অর্থে প্রস্তুতপর্বের ফল বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এক ঝলকে সোনা কমস্টার —

প্রতিষ্ঠা: ১৯৯৫ সাল। 

প্রধান দপ্তর: গুরগাঁও, ভারত। 

ব্যবসার প্রসার: যুক্তরাষ্ট্র, সার্বিয়া, মেক্সিকো, চীন। 

মূল্য: প্রায় ৩০,০০০ কোটি টাকা (২২ জুন, ২০২৫ অনুযায়ী)

কাজের ক্ষেত্র: অটোমোটিভ প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং ও গবেষণা

তবে সংস্থার বোর্ডে এলেন সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব কাপুর।  সঞ্জয় কাপুরের স্ত্রী প্রিয়া সচদেব কাপুর-কেও অ্যাডিশনাল নন-এক্সিকি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। একসময় ক্রেডিট সুইস ফার্স্ট বোস্টন-এ অ্যানালিস্ট হিসেবে লন্ডনে কাজ শুরু করেছিলেন প্রিয়া। পরে ভারতে ফিরে অটোমোটিভ রিটেল, ইনশিওরেন্স এবং হাই-ফ্যাশন ব্যবসার নেতৃত্ব দেন। বোর্ডে তাঁর অন্তর্ভুক্তি সংস্থার স্ট্র্যাটেজিক মেকওভার-এর ইঙ্গিত বলেই মনে করছেন অনেকে।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে সঞ্জয় কাপুর ছিলেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী। তাঁদের দুই সন্তান রয়েছে। পরবর্তীকালে তিনি বিয়ে করেন প্রিয়া সচদেবকে, যাঁর সঙ্গেও তাঁর এক পুত্রসন্তান রয়েছে। সঞ্জয় কাপুরের শেষকৃত্য সম্পন্ন হয় দিল্লির লোধি রোড ক্রিমেশন গ্রাউন্ডে।

সোনা কমস্টার-এর এই নেতৃত্ব বদল শুধু এক প্রজন্মের শূন্যতা নয়, বরং আগামী দিনের কর্পোরেট গতিপথেরও নতুন মোড়। সঞ্জয়ের মতো ব্যক্তিত্বসম্পন্ন মানুষের অনুপস্থিতি পূরণ হয়তো সম্ভব নয় সংস্থায়, তবে তাঁর স্বপ্ন ও ভিশনকে বাঁচিয়ে রাখার লড়াই যে শুরু হয়ে গেছে, তা স্পষ্ট জেফ্রি ও প্রিয়ার আগমনে।