অসুস্থ দিতিপ্রিয়ার পাশে দাঁড়িয়ে দারুণ কথা বললেন অভিনেতা জিতু কামাল। কিছুদিন আগে তাঁদের মধ্যে মনোমালিন্য দেখা গেলেও বর্তমানে সেই সব ভুল বোঝাবুঝি মিটিয়ে অবলীলায় আর্য-অপর্ণা হয়ে উঠছেন তাঁরা। তবে সম্প্রতি দিতিপ্রিয়াকে এই ধারাবাহিক থেকে কিছুদিনের বিরতি নিতে হয়েছে। তার কারণ নাকে অস্ত্রপচার। তবে এরমধ্যে শুটিং করছেন দিতিপ্রিয়া। এর মধ্যে খানিকটা বিরক্ত হয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। 

 

 

 

 

দিতিপ্রিয়া লিখেছেন, 'অনেকেই বলছেন জিজ্ঞাসা করছেন ধারাবাহিকে আমায় এখন আগের থেকে ফিকে বা দুর্বল দেখতে লাগে কেন, সকলের উদ্দেশ্যে আমি বলি। আমার নাকে একটি অস্ত্র প্রচার করতে হয়েছে, যা এখনও শুকায়নি। এই মুহূর্তে আমার কথা বলা তো বারণই, এমনকী হাসতে গেলেও আমার অত্যন্ত যন্ত্রণা হয়। তবে এই সবকিছুর মধ্যেও আমি পর্দার সামনে অভিনয় চালিয়ে যাওয়ার চেষ্টা করে গিয়েছি। কারণ আপনাদের ভালবাসা আমার সবচেয়ে বড় শক্তি। সকলকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমায় নিয়ে চিন্তা করার জন্য এবং আমায় ভালবাসার জন্য।' 

 

 

আরও পড়ুন: ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্ট জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের! সপরিবারে বিরাট দুর্ঘটনার কবলে অভিনেতা, এখন কেমন আছেন?

 

 

দিতিপ্রিয়ার এই পোস্টে অনেকেই মন্তব্য করেন এবং লেখেন অত্যন্ত সাবধানে যেন কাজ করেন তিনি। এই মুহূর্তে তাঁর সবার আগে প্রয়োজন বিশ্রামের, তবে সম্ভব হচ্ছে না। জিতু, দিতিপ্রিয়ার এই পোষ্টটি নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে লেখেন, 'তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আমার যোদ্ধা। আর দু-একদিনের মধ্যেই আমার সহযোদ্ধা ফ্লোরে ফিরে আসবে,তার সেই শক্তি নিয়ে যা দিয়ে এতদিন আপনাদের মনোরঞ্জিত করেছে। পাশে থাকবেন/ভরসা রাখবেন ওর উপর। জয় মহাকাল'। 

 

 

 

এই পোস্টের নিচে দিতিপ্রিয়া লেখেন, 'অনেক ধন্যবাদ সহযোদ্ধা, এইভাবে পাশে থাকার জন্য এই সময়ে। আমরা আবার একসঙ্গে কাজ করব।' জিতু ও দিতিপ্রিয়ার এই কথোপকথন দেখে দারু৫ খুশি তাঁদের অনুরাগীরা। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, মান-অভিমান মিটিয়ে তাঁরা আবার আগের মতো বন্ধু হয়ে উঠেছেন। 

 

 

 

 

টিআরপি তালিকায় এই মুহূর্তে ভাল ফল করছে জি বাংলার 'চিরদিনই তুমি যে আমার'। ধারাবাহিক চলাকালীন সহকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি মান-অভিমান হতেই পারে, অনেকেই ভেবেছিলেন এই কারণে বন্ধ হয়ে যেতে পারে এই জনপ্রিয় ধারাবাহিক। তবে নিজেরাই নিজেদের মধ্যেই সমস্যা মিটিয়ে নেন জিতু ও দিতিপ্রিয়া। যদি পর্দায় তা কোনওদিন বুঝতে দেননি তাঁরা কেউই। বাস্তবে যখন তাঁদের কথা বন্ধ থেকেছে সেই সময় পর্দায় রোমান্টিক দৃশ্যের অভিনয় করে গিয়েছেন দু'জনে। 

 

 

 

 

যদিও আগের মতো তাঁদের মধ্যে সম্পর্ক ঠিক হবে কিনা তা নিয়ে ভাবনা ছিল অনেকের মধ্যেই। তবে সমাজমাধ্যমে এই পোস্ট করে দু"জনের বুঝিয়ে দিয়েছেন বর্তমানে তাঁদের মধ্যে সম্পর্ক আগের মতই সুন্দর।