বছরজুড়ে বলিউডপ্রেমীরা যে নতুন জুটির অপেক্ষায় ছিলেন, অবশেষে সেই রসায়নের দেখা মিলল বড়পর্দায়। জাহ্নবী কাপুর এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত পরম সুন্দরী ছবির দ্বিতীয় গান ‘ভিগি শাড়ি’ মুক্তি পেয়েছে, আর মুক্তির সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই রোমান্টিক বর্ষা-সংগীত।
প্রেমের রঙ গাঢ় হল -প্রথম গান পরদেশিয়ায় দর্শক দেখেছিলেন প্রেমের শুরুর মিষ্টি মুহূর্ত। কিন্তু ভিগি শাড়ি একেবারেই অন্য স্বাদের—এবার প্রেম পৌঁছে গেছে আবেগ ও উষ্ণতার অন্য এক পর্যায়ে। গানটির শুরুতেই বর্ষার ভেজা রাস্তায় গাড়ি থামিয়ে বৃষ্টির ভেতর নেমে আসেন জানহ্বী–সিদ্ধার্থ।
সাদা শাড়িতে জাহ্নবীর আবেদনময় উপস্থিতি আর সিদ্ধার্থের ভেজা চুলের স্মার্ট লুক—দু’জনের মধ্যে যে রসায়ন ফুটে উঠেছে, তা দর্শকের চোখ সরাতেই দিচ্ছে না।
সুরে সুর মিলিয়েছেন শ্রেয়া ঘোষাল ও আদনান সামি ।গানটির মেলোডি যেমন মনকাড়া, তেমনি গায়ক-গায়িকার কণ্ঠে রয়েছে আবেগের কোমলতা। শ্রেয়া ঘোষালের মিষ্টি কণ্ঠ আর আদনান সামির গভীর সুর একসঙ্গে মিশে তৈরি করেছে বৃষ্টিভেজা প্রেমের এক অপূর্ব আবহ।
গানটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই উচ্ছ্বাসের জোয়ার।একজন লিখেছেন, “গানটা যেমন শুনতে ভাল, তেমনই দেখতে অপূর্ব । জাহ্নবী এই গানে সিদ্ধার্থকে ছাপিয়ে গেছেন—যেটা এমন সেন্সুয়াস গানের ক্ষেত্রেই স্বাভাবিক।”
আরেকজন মন্তব্য করেছেন, “জাহ্নবীর এক্সপ্রেশন অসাধারণ! ওরা একসঙ্গে দারুণ লাগছে।”
কেউ আবার বলছেন, “এটাই সেই বলিউড, যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম… গানের কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি—সব পারফেক্ট!”
এমনকি অনেকেই মা–মেয়ের তুলনা টেনে লিখেছেন, “শ্রীদেবী – ‘কাটে নই কটে দিন ইয়ে রাত’, জাহ্নবী – ‘ভেজা শাড়ি’। মা-মেয়ে দু’জনেই ইতিহাস গড়লেন।”
‘পরম সুন্দরী’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৯ আগস্ট। পরদেশিয়ার পর ভিগি শাড়ি প্রমাণ করল—ছবিটি শুধু প্রেমের গল্প নয়, বরং রূপ, সুর, আবেগ আর ভিজে মুহূর্তের এক দুর্দান্ত ককটেল। দর্শকরা এখন অধীর আগ্রহে বড়পর্দায় পুরো কাহিনি দেখার অপেক্ষায়।
