আজকাল ওয়েব ডেস্ক: নতুন ‘সুপারম্যান’ ছবির শেষে পোস্ট-ক্রেডিট থাকবে ঠিকই, কিন্তু মার্ভেলের মতো ‘পরবর্তী অধ্যায়ের ইঙ্গিত’ নয় — স্পষ্ট করেই জানিয়ে দিলেন পরিচালক জেমস গান!  সুপারহিরো ফিল্ম জগতের জনপ্রিয় বর্ষীয়ান পরিচালক জেমস গান এবার নিজের পুরনো ভুল থেকে শিখেই হাঁটছেন নতুন পথে। আসন্ন সুপারম্যান ছবির পোস্ট-ক্রেডিট দৃশ্য নিয়ে দর্শকমহলে তৈরি হওয়া কৌতূহল এবার নিজেই প্রশমিত করলেন তিনি। বললেন, “পোস্ট-ক্রেডিট দৃশ্য একটা ধাক্কা হওয়া উচিত, ভবিষ্যৎ পরিকল্পনার ফাঁদ নয়।”

 

মার্ভেলে থাকাকালীন ভুলগুলো নিয়ে খোলাখুলি স্বীকারোক্তি জেমসের— ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর সেই বিখ্যাত দৃশ্য যেখানে থর ‘গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি’র সঙ্গে যোগ দেয়—সেটাই তাঁর কাছে ছিল বড় ভুল।“আমি স্পষ্ট বলেছিলাম, আমি থরকে রাখতে চাই না, কারণ আমি ওই চরিত্রটাকে বুঝি না। দেখতে ভাল লাগে, ক্রিস হেমসওয়ার্থও দারুণ ছেলে, কিন্তু যেহেতু থর চরিত্রটাকে বুঝতে পারতাম না, তাই লিখতে গেলেই আমি আটকে যেতাম।”— বলেন তিনি।

 

 

‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম.২’-তে অ্যাডাম ওয়ারলকের পরিচয় এবং পরবর্তী ছবিতে তাকে জোর করে গুঁজে দেওয়ার বিষয়েও অনুতাপ প্রকাশ করলেন তিনি।“আমি পরিকল্পনা করেছিলাম বটে, কিন্তু পরে বুঝেছিলাম এটা গোলমেলে হয়ে যাচ্ছে। ওয়ারলককে জায়গা দিতে গিয়ে যেন বেমানান কিছু ঠেসে ঢোকাতে হয়েছিল।”

 

তাহলে এবার কেমন হবে ‘সুপারম্যান’-এর পোস্ট-ক্রেডিট?

গান জানালেন, তিনি এমন কিছু রাখছেন যা দর্শকদের ‘পুরস্কারের মতো’ লাগে, ভবিষ্যতের ভার নয়। দ্য সুইসাইড স্কোয়াড-এর পোস্ট-ক্রেডিট দৃশ্যে পিসমেকার সেটআপ করার সময় পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে, কারণ সেই সিরিজের শুটিং তখনই চলছিল। তাঁর কথায়— “আমি আমার টিমকে ভালোবাসি, চাই দর্শক শেষ পর্যন্ত বসে থাকুন। কিছু না কিছু নিশ্চয়ই থাকবে, কিন্তু ভবিষ্যতের পরিকল্পনা চাপিয়ে দেওয়ার মতো নয়।”

 

ডেভিড কোরেনসওয়েটের সুপারম্যান, র্যা চেল ব্রসনাহানের লুইস লেন, নিকোলাস হোল্টের লেক্স লুথার—সবমিলিয়ে ১১ জুলাই মুক্তির অপেক্ষায় এই বহু প্রতীক্ষিত ছবি ‘সুপারম্যান’!