সংবাদসংস্থা মুম্বই: সংশোধনাগারে থেকেও প্রেমে ভাটা পড়েনি সুকেশ চন্দ্রশেখরের। সেখান থেকেই প্রেয়সী জ্যাকলিন ফার্নান্ডেজের জন্য প্রেমের বার্তা পাঠান তিনি। পাঠান দামি উপহারও। জন্মদিন হোক বা প্রেম দিবসে, প্রেমিকাকে কখনও বুঝতে দেন না যে তিনি কাছে নেই। 

 


কিন্তু জ্যাকলিন-সুকেশের সম্পর্ক নিয়ে চর্চারও শেষ নেই বলিপাড়ায়। বহুদিন প্রেমিককে কাছে পাননি, তাই কি মন অস্থির অভিনেত্রীর? শান্তির খোঁজে তাই বেঙ্গালুরুর আর্ট অফ লিভিং-এ গেলেন জ্যাকলিন। সেখানে গিয়ে ধর্মগুরু রবি শঙ্করের সঙ্গে দেখা করেন তিনি। 

 

 

ধর্মগুরুর সাক্ষাৎ পেয়ে জ্যাকলিন জানান, তাঁর মন শান্ত হয়ে গিয়েছে। আশ্রম থেকে কয়েকটি ছবি ভাগ করে তিনি লেখেন, "আমার হৃদয় পূর্ণ হয়েছে, আপনার সাক্ষাৎ পেয়ে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার দেখানো দিশা অনুসরণ করব। সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকব।"

 


প্রসঙ্গত, বলিপাড়ার অন্দরের খবর সুকেশ ও জ্যাকলিনের প্রেমকাহিনি নির্ভর তথ্যচিত্রের প্রস্তাব গিয়েছে অভিনেত্রীর কাছে। কারণ, জ্যাকলিন ছাড়া এই গল্পের মাত্রা উন্নত হবে না বলে মনে করছেন নির্মাতারা। যদিও জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের প্রস্তাবে এখনও সাড়া দেননি অভিনেত্রী। তবে মনে করা হচ্ছে, ইতিবাচক দিকেই এগোবে এই তথ্যচিত্রটির কাজ।