সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের ‘ভাই’—জ্যাকি শ্রফ। কোটি টাকার ফ্ল্যাট হোক বা বিলাসবহুল স্টারডম, তবুও তাঁর মন পড়ে থাকে মুম্বইয়ের ‘তিন বাত্তি’ বস্তির সেই ছোট্ট চাওলের ঘরটায়, যেখানে কেটেছে জীবনের ৩৩টি বছর। তবে পুরনো ঘরে ফিরতে চাইলেও বাধা হয়ে দাঁড়িয়েছেন সেখানকার বর্তমান মালিক। নিজের পুরনো কামরা ভাড়াটে হিসেবে ফেরত চেয়েও ফিরে পাচ্ছেন না জ্যাকি।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে জ্যাকি বলেন,“ খুব চেষ্টা করছি জানেন, কিন্তু ওই ঘরের কর্তা দিচ্ছে না। আমি বলেছি, ভাই আমি এই ঘর নিয়ে তো পালাব না। চারজন এখন সেখানে ভাড়া থাকে...আমি এও বলেছি ওই চারজন ভাড়াটে যত টাকা দিচ্ছেন, আমি একাই সেটাই দিয়ে দেব। তাও সে দিতে চায় না।” আসলে, ঘরটা শুধু ইট-পাথরের নয়, জ্যাকি শ্রফের জীবনের এক আবেগময় অধ্যায়। অভিনেতার কথায়, “আমার মা ওই ঘরটা ছেড়েছিলেন ভাই মারা যাওয়ার পর। কিন্তু আমি আবার ফিরতে চাই, ওই জায়গাটার...ওই জায়গাটার একটা এনার্জি আছে, সেটা অনুভব করতে। আসলে, আমি ওই ঘরে ৩৩ বছর কাটিয়েছি। আজও অনেক সময় সেখানে চলে যাই। ওখানকার বারান্দায় দাঁড়িয়ে পান খাই, নিজের মতো করে একটু সময় কাটাই।”
আলোচনায় উঠে আসে জ্যাকির জীবনের কঠিন সময় নিয়েও। আর্থিক দিক থেকেও তখন তিনি ব্যাপক ক্ষতিগ্রস্থ। ২০০৩ সালের বুং ছবির প্রযোজনা ব্যর্থ হওয়ার পর প্রবল আর্থিক টানাপড়েন এসেছিল তাঁর জীবনে। “নতুন কিছু শুরু করলে ঝাঁকুনি আসেই। ওটাও এল। সেখান থেকে শিখেছি অনেক কিছু। আসল কথা হল, সেই ঝাঁকুনি আপনি কীভাবে সামলান, সেটাই আসল” — বলেন জ্যাকি। দুঃসময়ে ইন্ডাস্ট্রির কারও কাছে সাহায্য চেয়েছিলেন?জ্যাকির স্পষ্ট উত্তর— “ না! আমি কাউকে অনুরোধ করিনি। নিজের বোঝা অন্যের ঘাড়ে চাপানো ঠিক নয়। নিজেকেই সেই ভার ওঠাতে হয়, তার মোকাবিলা করতে হয়।”
