সংবাদ সংস্থা মুম্বই: গত বছরের শেষভাগ থেকেই খবরের শিরোনামে ছিল 'পুষ্পা ২'। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেছিল আল্লু অর্জুনের এই ছবি। সম্প্রতি, ২১ মিনিটের দৃশ্য জুড়ে ফের একবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'পুষ্পা ২'। ফলে দর্শক ফের নতুন করে ছুটেছেন। খবর, সব মিলিয়ে সুকুমার পরিচালিত এই ছবি ইতিমধ্যে আয় করেছে ১৮৩০ কোটি টাকা। এবার তা খতিয়ে দেখতেই আয়কর বিভাগের দল হানা দিয়েছে 'পুষ্পা ২' এর প্রযোজক নবীন ইয়েরনেনি, রবি ইয়েলমাঞ্চলির বাড়িতে। এই বিশাল আয়ের কারণে আয়কর দফতর ছবির প্রযোজক ও পরিচালককে নিয়ে তদন্ত শুরু করেছে বলেই প্রাথমিক সূত্রে খবর। বাদ যায়নি 'পুষ্পা ২' এর পরিচালক সুকুমারের বাড়ি ও অফিস-ও। জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই সুকুমারের বাড়িতে ও অফিসে শুরু হয়েছে তল্লাশি। তাঁর আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত কাগজ খুঁটিয়ে দেখছেন আয়কর বিভাগের আধিকারিকরা। বলাই বাহুল্য, এ খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
অন্যদিকে, 'গেম চেঞ্জার' ছবির প্রযোজক দিল রাজুর বাড়ি এবং ম্যাঙ্গো মিডিয়ার মালিক রামের বাড়ি ও অফিসেও তল্লাশি চালানো হয়েছে। দিল রাজুর স্ত্রীকে ব্যাংকে নিয়ে গিয়ে তাঁদের লকারও পরীক্ষা করা হয়েছে। তিনি অবশ্য জানিয়েছেন, এটি স্রেফ নাকি রুটিং চেকিং। যদিও এই বিষয়ে সরকারি কোনও বিবৃতি এখনও প্রকাশ্যে আসেনি।
প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘পুষ্পা দ্য রুল’ ওরফে ‘পুষ্পা ২’। তারপর থেকে গোটা দেশের বক্স অফিসে দাপিয়ে বেরিয়েছে অল্লু অর্জুনের বহু প্রতিক্ষীত এই ছবি। মুক্তি পাওয়ার তিনদিনের মধ্যেই সারা বিশ্বে ৫০০ কোটি টাকা আয় করে নিয়েছিল ‘পুষ্পা ২: দ্য রুল’। পাশাপাশি, 'পুষ্পা ২' আসার আগেই 'পুষ্পা ৩' আসার খবর এসেছিল। সোশ্যাল মিডিয়ায় 'পুষ্পা ৩'-এর প্রথম পোস্টার ভাগ করে এই সুখবর দর্শকের মধ্যে ছড়িয়ে দেন নির্মাতারা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার 'পুষ্পা ৩'-এর চমক হয়ে আসছেন অভিনেতা বিজয় দেবরকোন্ডা। এই ছবিতে নাকি খলনায়কের চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি।
