সংবাদসংস্থা মুম্বই: ২০২০ সালে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ 'আ সুইটেবল বয়'। এই সিরিজে ২৫ বছরের ছোট অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে তাব্বুর চুম্বনের দৃশ্য সাড়া ফেলেছিল দর্শক মহলে। এবার নতুন এক সাক্ষাৎকারে অভিনেতা ঈশান খট্টর খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী তাবুর সঙ্গে তার কাজের অভিজ্ঞতা নিয়ে।

 

মীরা নায়ার পরিচালিত এই সিরিজের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কথা বলতে গিয়ে তাব্বুর প্রশংসায় পঞ্চমুখ ঈশান। ঈশানের কথায়, "তাব্বুর মতো একজন অভিজ্ঞ অভিনেত্রীর সঙ্গে কাজ করা মানেই এক ধরনের নির্ভরতার জায়গা পাওয়া। এই দৃশ্যগুলোতে একটুও অস্বস্তি হয়নি, কারণ তিনি পরিস্থিতিটা এতটাই স্বাভাবিক করে তুলেছিলেন। আমি সবসময় জানতাম, তিনি শুধু একজন ভাল সহ-অভিনেত্রীই নন, বরং এমন একজন, যিনি দৃশ্যের গভীরতা বোঝেন এবং অন্য অভিনেতাকে আরও ভাল কাজ করতে সাহায্য করেন।"

 

 

তিনি আরও বলেন, “এই সম্পর্কটা গল্পে খুব সুন্দরভাবে লেখা ছিল। বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও, চরিত্রগুলোর সংলাপ, অনুভূতি—সবকিছু এতটাই বাস্তব ছিল যে সেটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। মীরা ম্যামের দৃষ্টিভঙ্গিও এতটাই সংবেদনশীল ছিল যে আমরা চরিত্রে ডুবে যেতে পেরেছিলাম।”

 

তাবুর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ঈশান বলেন, “তিনি খুব প্রাণবন্ত একজন মানুষ। কাজের মাঝে হঠাৎ হালকা মজা করতেন, খাবার নিয়ে কথা বলতেন, আবার পরের মুহূর্তেই একেবারে চরিত্রে ঢুকে যেতেন।"

 


 ইশান বলেন, ‘‘তব্বু এটা-সেটা নিয়ে কথা বলতেন, যেমন, দুপুরের খাবারে তুমি কী খাও বা অন্য কিছু। আবার কখনও অন্যরা কে কেমন চোখ-মুখের ভঙ্গি করছে তা নিয়ে হাসি ঠাট্টা করতেন। ও খুব দুষ্টু, সেটে যেন একটা শিশুর মতো।’’