সংবাদ সংস্থা মুম্বই: একটা ছবি। ইনস্টাগ্রামে আপলোড। আর তাতেই শুরু সর্বনাশা জল্পনা—ফিরছে ‘হায়দার’ জাদু? তাব্বু, শাহিদ কাপুর আর বিশাল ভরদ্বাজ—এক ফ্রেমে। তিনজনের মুখেই রহস্য, তিনজনের চোখে আগুন। পোস্টে ক্যাপশন—“লকত-এ-জিগারস।” আর এতেই হইচই। নেটদুনিয়া বলছে—এই ছবির মানে কি ফিরছে হায়দার সেই বিখ্যাত টিম?

 

সাদা-কালো ফ্রেম। টেবিলের চারপাশে সবাই বসা, শুধু দাঁড়িয়ে পরিচালক বিশাল ভরদ্বাজ। পাশে তাব্বু। মাঝখানে শাহিদ কাপুর, যাঁর চোখ যেন গল্প বলে। আর এই ছবি ঘিরেই গুঞ্জন—‘গজালা’ কি ফিরছেন? তাব্বু ও ভরদ্বাজ মানেই এক অন্য ঘরানার ছবি, আর সেই ঘরানায় শাহিদ মানেই ম্যাজিক! ‘হায়দার’ আজও এক কাল্ট ক্লাসিক, এক সিনেম্যাটিক বিপ্লব। আর যদি সত্যি এ ত্রয়ী ফিরছে, তবে এটা হতে চলেছে ২০২৫ সালের সবচেয়ে বিস্ফোরক রিইউনিয়ন!

 

বিশাল ভরদ্বাজের পরিচালনায় নতুন অ্যাকশন সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে শাহিদ কাপুরকে। সে ছবির নাম যদিও ঠিক হয়নি। কিন্তু এইমুহূর্তে ওই ছবি থেকেই ঝড় তুলেছে আরও একটা ব্যাপার—শাহিদ কাপুরের লুক! একটি পুলচেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে শাহিদ-কে। ধূসর বাথরোব, হাতজোড়া উল্কিতে ঢাকা, চোখে ঠান্ডা দৃষ্টি। এই লুকেই বাজিমাত।

 


কমেন্ট সেকশন ছেয়ে গিয়েছে  হৃদয়-ইমোজি আর আগুনে প্রতিক্রিয়ায়। ছবির সঙ্গে ক্যাপশন  “শুরু হল এক জাদুকরী সফর। সাজিদ নাদিয়াদওয়ালা প্রেজেন্টস, একটি বিশাল ভরদ্বাজ ফিল্ম—মুক্তি ৫ ডিসেম্বর ২০২৫।” এই ছবিতে রয়েছেন শাহিদ, তৃপ্তি  দিমরি, নানা পটেকর ও রণদীপ হুডা!


প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে শাহিদ ইনস্টাগ্রামে লেখেন— “নতুন বছর, নতুন চরিত্র, আগামী ছবি, কী করব যা আগে করিনি...নিজের মধ্যেই হারিয়ে গিয়েছি। কিন্তু যদি হারাতে না পারো, তাহলে নতুন কিছু আবিষ্কারও করা যায় না...”

‘দেবা’ ছবিতে তাঁর অন্ধকার, ভয়ংকর অথচ মানবিক চরিত্রের পর এবার তিনি যে “এডজি, নটি, নাইন্টিজ গ্যাংস্টার” মুডে ঢুকছেন, সে কথা নিজেই স্বীকার করেছেন। তবে এই তিনজন অর্থাৎ তাব্বু-শাহিদ-ভরদ্বাজ ফের একত্র হন তবে আশা করাই যায় দুরন্ত কিছু পারফরম্যান্স।একদিকে শাহিদের হাড়ভাঙা প্রস্তুতি, অন্যদিকে টাবুর রহস্যময় ফ্রেমে প্রবেশ। বিশাল ভরদ্বাজের এই কামব্যাক ছবি নিয়ে যে উত্তেজনা এখনই আকাশছোঁয়া, তাতে কোনও সন্দেহ নেই।