মরুভূমি, বরফ ঢাকা পাহাড় পেরিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে বছর তিনেক আগে কাকাবাবু গিয়েছিলেন কেনিয়ার জঙ্গলে। ছবির নাম ছিল ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। আফ্রিকার জঙ্গলের রোমহর্ষক অভিযান নিয়ে তৈরি সে ছবির পর সৃজিতকে এখনও পর্যন্ত কাকাবাবুর ছবির পরিচালকের আসনে আর বসতে দেখা যায়নি। সেবারে অবশ্য সৃজিত বলেছিলেন, ‘‘কাকাবাবু ট্রিলজির শেষ ইনস্টলমেন্ট। ২০১৩ থেকে ২০২০- ৭ বছর ধরে কাকাবাবু নিয়ে প্রচুর স্মৃতি আমার। দেশের বাইরে কত ঘোরার অভিজ্ঞতা! সে মিশর হোক আর কেনিয়া। বিশেষ করে ছোটদের জন্য বানানো ছবির নিরিখে কাকাবাবু আমার কাছে খুব স্পেশ্যাল।’’ 

 

 

এদিকে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘বিজয়নগরের হিরে’ কাহিনি অবলম্বনে চলতি বছরেই বড়পর্দায় কাকাবাবু্র প্রত্যাবর্তন হচ্ছে। প্রায় তিন বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন ঘটছে কাকাবাবুর। তবে ছবিটি পরিচালনা করছেন চন্দ্রাশিস রায়। সৃজিত মুখোপাধ্যায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণার পর কাকাবাবুর নতুন ছবি পরিচালনা দায়িত্ব নিয়েছেন চন্দ্রাশিস।তবে, এর পরের কাকাবাবু সিরিজের ছবির পরিচালকের ব্যাটন কি ফের নিজের হাতে তুলে নিচ্ছেন সৃজিত? উঠেছে প্রশ্ন।  

 

 

এদিন সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। সেখানে দেখা যাচ্ছে, একটি সোফায় খানিক বিমর্ষ ভঙ্গিতে বসে রয়েছেন সৃজিত। হাতে ধরা একটি চিত্রনাট্যের ফাইল।  ছবিতে বড় বড় করে লেখা "হেস্তনেস্ত করব ভাই, আজ কিন্তু ডেট চাই" তবে চোখ টেনেছে পরিচালকের হাতে ধরে সেই চিত্রনাট্যের প্রচ্ছদের লেখা। গোটা গোটা হরফে সেখানে দেখা হচ্ছে ছবির নাম – ‘উল্কা রহস্য’। এবং ঠিক তার নীচে লেখা পরিচালনায় সৃজিত মুখার্জি। আর কাকাবাবু-প্রেমী পাঠক মাত্রেই জানেন কাকাবাবুর সিরিজের অন্যতম একটি জনপ্রিয় উপন্যাসের নাম ‘উল্কা রহস্য’!  সুতরাং, সৃজিতের পোস্ট করা এই ছবি থেকেই টলিপাড়ায় কৌতূহল দানা বেঁধেছে। যদিও এই বিষয়ে কোনওরকম আনুষ্ঠানিক ঘোষণা করেননি পরিচালক। 

 


প্রসঙ্গত, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের অন্যতম জনপ্রিয় উপন্যাস ‘উল্কা রহস্য’। অসমের গভীর জঙ্গলের জটিংগা পাখির সন্ধানের রোমহর্ষক অভিযান থেকে গোপালপুরের সমুদ্র সৈকতে উল্কাখণ্ডের খোঁজ, বৈজ্ঞানিক অপহরণ -সব মিলিয়েই এই জমজমাট উপন্যাস।

 

এই উপন্যাসেও কাবাবুর সঙ্গী হিসেবে রয়েছে সন্তু। যদি ‘উল্কা রহস্য’ নিয়ে সৃজিত লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ঝাঁপান তাহলে ‘মিশর রহস্য’, ‘ইয়েতি অভিযান’, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর পর সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের এটি চতুর্থ ছবি হবে। তবে কাকাবাবুর আগের ছবিগুলোর মতো এ ছবিরও প্রযোজনা সংস্থা এসভিএফ কি না, জানা যায়নি সে খবরও।