অভিনেত্রী রশ্মিকা মন্দানা কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রি থেকে তাঁর ‘ব্যান’ হওয়ার গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। অভিনেত্রীর মতে, বাইরে থেকে দেখে কোনও কিছু সম্পর্কে যা ধারণা করা হয়, তা সব সময় বাস্তবতার সঙ্গে মেলে না। মনে করা হচ্ছে, কন্নড় ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হওয়ার গুঞ্জনকে ধূলিসাৎ করতেই এহেন মন্তব্য নায়িকার। উল্লেখ্য, ‘কান্তারা’ র পরিচালক ঋষভ শেট্টি ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ নামের ছবি দিয়ে রশ্মিকাকে অভিনয় জগতে নিয়ে আসেন।
সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে রশ্মিকা বলেন, “ছবির মুক্তির প্রথম দু’তিন দিনে আমি সেটি দেখে উঠতে পারিনি। সম্প্রতি ছবিটি দেখেছি এবং টিমকে টেক্সটও করেছি। তারা আমাকে উত্তরে ধন্যবাদও জানিয়েছে।”
তিনি আরও বলেন, “বাইরের মানুষ জানে না ভিতরে কী চলছে। আমরা আমাদের ব্যক্তিগত জীবন সব সময় ক্যামেরার সামনে আনতে পারি না। আমরা আমাদের মেসেজ অনলাইনে শেয়ার করি না। তাই মানুষ যা বলে, তা সব সময় গুরুত্বপূর্ণ নয়। তবে আমাদের পেশাগত জীবনের সমালোচনা আমরা শুনি এবং তাঁর ভিত্তিতে নিজেদের আরও উন্নত করার চেষ্টা করি।”
রশ্মিকা তাঁর অভিনয় জীবন শুরু করেন কন্নড় ছবির হাত ধরে। তারপর তিনি পুরো ভারতজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। গত কয়েক বছরে তিনি হিন্দি, তেলুগু এবং তামিল ছবিতে কাজ করেছেন। তবে দীর্ঘ সময় ধরে রশ্মিকা কোনও কন্নড় ছবিতে কাজ না করার কারণে কর্ণাটকে তাঁকে ‘ব্যান’ করা হয়েছে, এমন গুঞ্জন আরও জোরালো হয়।
রশ্মিকা জানান, তাঁকে ইন্ডাস্ট্রি থেকে ব্যান করা হয়নি। যাবতীয় গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, শিল্পীরা কখনও সাধারণ মানুষের ধারণা অনুযায়ী জীবন কাটাতে পারেন না। সমালোচনা অনেক সময় ভুল বোঝাবুঝি বা অসম্পূর্ণ তথ্যের কারণে হয়।
ব্যক্তিগত জীবনে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে রশ্মিকা। প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী। ৩ অক্টোবর বিজয় দেবেরকোন্ডার বাড়িতে তাঁদের বাগদান সম্পন্ন হয়। এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুরা। জানা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে হতে চলেছে। যদিও সম্পর্কের পরিণতি নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছেন দু’জনেই। রশ্মিকা বা বিজয় কেউই সমাজমাধ্যমে এ নিয়ে কোনও পোস্ট করেননি। তবে তাঁদের ঘনিষ্ঠরা জানিয়েছেন, সবকিছু খুব ব্যক্তিগতভাবে সম্পন্ন হয়েছে। বিয়ের আয়োজনও হবে আড়ম্বরপূর্ণ কিন্তু ব্যক্তিগত পরিসরে।
পেশাগতভাবে ‘থামা’র জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে তিনি অভিনয় করছেন। আদিত্য সরপোতদার পরিচালিত এই রোমান্টিক হরর-কমেডি ম্যাডক হরর কমেডি ইউনিভার্স–এর পঞ্চম ছবি। ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকি, পরেশ রাওয়াল, সত্যরাজ, ফয়সাল মালিক-সহ আরও শিল্পীরা থাকছেন। বরুণ ধাওয়ান, নোরা ফাতেহি এবং মালাইকা অরোরার ক্যামিও থাকবে ছবিতে।
