সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে অন্যতম চর্চিত অভিনেতাদের তালিকায় এইমুহূর্তে সবচেয়ে উপরের সারিতেই রয়েছেন ভিকি কৌশল। ‘ছাবা’-র ৫০০ কোটির ভারতীয় বক্স অফিস সাফল্যের পর যেন রাতারাতি বদলে গিয়েছে তাঁর পেশাগত গ্রাফ। বক্স অফিসের এই সুপারহিট তারকা একের পর এক চমকপ্রদ প্রস্তাব পেয়ে চলেছেন— আর ঠিক সেই সময়ই শুরু হয়েছে নতুন জল্পনা— যশ রাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্সে কি তবে পা রাখতে চলেছেন ভিকি?
সোশ্যাল মিডিয়ায় গুজব রীতিমতো জাঁকিয়ে বসেছে— ভিকিকে নাকি খুব শীঘ্রই দেখা যাবে যশরাজ ফিল্মসের বহুল চর্চিত স্পাই ইউনিভার্সে। তবে এক বিশ্বস্ত সূত্র যা এই গুঞ্জনে কার্যত জল ঢেলে দিয়েছে। সেই সূত্র জানিয়েছে— না, এখনই গুটচর হচ্ছেন না ভিকি কৌশল। একজন প্রযোজনা-ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে— যশ রাজ ফিল্মস অবশ্যই তাদের স্পাই ইউনিভার্স আরও বড় করার পরিকল্পনা করছে, নতুন অভিনেতা-অভিনেত্রীদের যুক্ত করার পরিকল্পনাও রয়েছে, কিন্তু ভিকি কৌশলের সঙ্গে এখনও কিছুই চূড়ান্ত নয়। সবটাই গুজব।
এখন সমস্ত মনোযোগ 'ওয়ার ২'-এ। যশ রাজ ফিল্মসের এখন একমাত্র মনোযোগ তাদের পরবর্তী ছবি ওয়ার ২-এ। ছবিতে রয়েছেন হৃতিক রোশন, কিয়ারা আদবানি এবং জুনিয়র এনটিআর। মুক্তির তারিখ নির্ধারিত ১৪ আগস্ট, স্বাধীনতা দিবসের সপ্তাহে। ওই একই সপ্তাহে মুক্তি পাবে লোকেশ কানাগরাজ-রজনীকান্ত জুটির ছবি ‘কুলি’। ফলে হেভিওয়েট সংঘর্ষ অবধারিত। ওয়ার ২-এর প্রথম ঝলক ইতিমধ্যেই দারুণ সাড়া ফেলেছে অনলাইনে। খুব শীঘ্রই শুরু হতে চলেছে ছবির প্রচার।
 
 
 যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে পরবর্তী বড় চমক ‘আলফা’, যা হতে চলেছে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ফিমেল-লেড স্পাই ফিল্ম। মুখ্য ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট ও শর্বরী, আর চমক হিসেবে থাকছেন ববি দেওল। ছবিটি পরিচালনা করছেন শিব রাওয়াইল, এবং মুক্তির দিন ঠিক হয়েছে ২০২৫-এর বড়দিন। ফলে এখনও অবধি, ভিকির নাম স্পাই ইউনিভার্সে নেই।
তবে যশ রাজ ফিল্মসের-এ না থাকলেও, কাজের অভাব নেই ভিকি কৌশলের! এই মুহূর্তে তিনি পুরোপুরি ব্যস্ত সঞ্জয় লীলা বনশালির পরবর্তী প্রেম ও যুদ্ধগাথা ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং নিয়ে। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এছাড়া ভিকির হাতে রয়েছে অ্যাকশন এপিক ‘মহাবতার’, যেখানে তিনি অভিনয় করবেন বিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম-এর চরিত্রে। চিত্রনাট্য ও ভিএফএক্স সঠিকভাবে ফুটে উঠলে এই ছবি হতে পারে ভিকির কেরিয়ারের আরেকটা 'ছাবা'-সদৃশ-বক্স অফিস সফল ছবি।
ভিকির জনপ্রিয়তা, অভিনয়ক্ষমতা আর আত্মবিশ্বাস দেখে বোঝা যায়— ভিকি কৌশল আজ নিজেই একটা ব্র্যান্ড। স্পাই ইউনিভার্স হোক বা না হোক, এই মুহূর্তে তিনি নিজের কেরিয়ারের একদম সেরা জায়গায়।
