সংবাদসংস্থা মুম্বই: নিজের প্রতিভায় বাংলার মুখ উজ্জ্বল করলেন মানসী ঘোষ। 'সুপার সিঙ্গার'-এর মঞ্চে হয়েছিলেন দ্বিতীয়। 'ইন্ডিয়ান আইডল সিজন ১৫'-তে এবার সেরার শিরোপা জিতে নিলেন বাংলার মেয়ে মানসী ঘোষ। দ্বিতীয় স্থানেও সেই বাংলারই জয়। তিনি হলেন খড়গপুরের ছেলে শুভজিৎ চক্রবর্তী। তৃতীয় স্থানে স্নেহা শঙ্কর। অর্থাৎ এই সিজনে বাংলার জয়জয়কার।

 


প্রথমবার কোনও বাঙালির হাতে উঠেছে 'ইন্ডিয়ান আইডল'-এর ট্রফি। আর এই অসাধ্যসাধন হয়েছে মানসী ঘোষের হাত ধরে। উত্তর চব্বিশ পরগনা জেলার, উত্তর দমদম পৌরসভার অন্তর্গত, নিমতা পাইকপাড়ার বাসিন্দা মানসী। সেখানেই বড় হয়ে ওঠা, পড়াশোনা।

 


ইন্ডিয়ান আইডলের ট্রফির পাশাপাশি বেশ কিছু প্লেব্যাকের অফারও এসেছে মানসীর ঝুলিতে। ফাইনালের দিনই তাঁর সঙ্গে গান গাইবেন বলে জানিয়ে দেন বাদশা। ইতিমধ্যেই শানের সঙ্গে একটি গান রেকর্ড করে ফেলেছেন। জানা যাচ্ছে, একটি বাংলা ছবিতে থাকছে তাঁর গলা।

 


'সেরার সেরা' শিরোপা পেয়ে মানসী জানান তাঁর দুই বলি অভিনেত্রীর জন্য গান গাওয়ার ইচ্ছে আছে। তাঁর কথায়, "দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া দু'জনেই খুব পছন্দের অভিনেত্রী। দুই নায়িকার জন্য যদি গাইতে পারি। ছবির পর্দায় যদি তাঁদের কন্ঠে আমার গান থাকে তাহলে স্বপ্নপূরণ হবে।"