ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় এমন কিছু নাম আছে যারা শৈশবেই আলোড়ন তুলেছে। তাদের মধ্যেই সবচেয়ে উজ্জ্বল একটি নাম, সারা অর্জুন। মাত্র ২১ মাস বয়সে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানো এই মেয়েটি আজ দক্ষিণ থেকে বলিউড সব ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা দখল করে নিয়েছে। আর এবার রণবীর সিংহের সঙ্গে অ্যাকশন থ্রিলার ধুরন্ধর-এর প্রথম লুক প্রকাশ্যে আসতেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সারা।

 

মুম্বইয়ে জন্ম সারা অর্জুনের বাবা রাজ অর্জুন-থালাইভি, ডিয়ার কমরেড ও ওয়াচম্যান-এর মতো ছবিতে যাঁর উপস্থিতি মনে রাখার মতো। তাঁর কন্যা সারা অবশ্য নিজের প্রতিভায় অনেক আগেই পরিচিত নাম। মডেলিং শুরু করেছিলেন ২১ মাসে, আর ছয় বছর বয়সের মধ্যে ম্যাগি, ম্যাকডোনাল্ডস, এলআইসি-সহ ১০০-রও বেশি বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে। সেই সময়ই ইন্ডাস্ট্রির পছন্দের “লিটল গার্ল” হয়ে উঠেছিলেন তিনি।

 

এরপর ২০১০ সালে পরিচালক এ. এল. বিজয়ের 'দেইভা থিরুমাগল'-এ সারা পেলেন জীবনের প্রথম বড় সুযোগ। মানসিক প্রতিবন্ধী বাবার ছয় বছরের মেয়ের চরিত্রে তাঁর অভিনয় সারা ভারতে প্রশংসা কুড়োয়। পরে বিজয়েরই ‘সৈভম’-এ তাঁর কাজ আলাদাভাবে নজর কেড়েছিল। তামিল, হিন্দি, তেলুগু, মালায়ালম, সব ভাষার ছবিতে দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি। বিশেষ করে মণিরত্নমের মহাকাব্য পন্নিয়িন সেলভন-এ আইশ্বর্য রাইয়ের চরিত্রের ছোটবেলার রূপে তাঁর অভিনয় প্রশংসিত।

 

২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, সারা অর্জুন দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া চাইল্ড অ্যাক্ট্রেস। মাত্র ১৮ বছরেই আয় করেছেন প্রায় ১০ কোটি টাকা। ‘ইন্ডালজ’-এর প্রতিবেদন বলছে, প্রতিটি ছবির জন্য সারা পেয়েছেন চার লক্ষ টাকা পর্যন্ত। তাঁর অভিনীত ছবিগুলোর সম্মিলিত বক্স অফিস সংগ্রহ ৮০০ কোটিরও বেশি।

 

এবার তাঁর নতুন অধ্যায় ‘ধুরন্ধর’-এ।  আদিত্য ধরের পরিচালনায় ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে সারা ও রণবীরের স্ক্রিন কেমিস্ট্রি নিয়ে। ছবিতে সারা আপাতত একমাত্র নারী মুখ, আর তাই আগ্রহ আরও তুঙ্গে। 

 

৫ ডিসেম্বর ২০২৫, এই দিনেই মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর’। রণবীর–সারা ছাড়াও ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও অর্জুন রামপাল। ইতিমধ্যেই দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া, এবং তাতে সন্দেহ নেই সারা অর্জুন নিজের নতুন ইনিংসে ফের আলোচনার কেন্দ্রে।