সংবাদ সংস্থা মুম্বই: ইমতিয়াজ আলির পরিচালনায় আবারও রোম্যান্সের ছোঁয়া। তাঁর পরিচালনায় ভরপুর রোম্যান্সের মেজাজে নজর কাড়বেন বলিপাড়ার অতি পরিচিত মুখের সঙ্গে নয়া মুখ। বলিপাড়ার অন্দরের খবর, এই ছবির হাত ধরে প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন নাসিরুদ্দিন শাহ, দিলজিৎ দোসাঞ্জ, বেদাঙ্গ রায়না। অনন্যা পাণ্ডের সঙ্গে কথা প্রায় পাকা হয়েও শেষমুহূর্তে তা বাতিল হয়ে যায়। এবার জানা গেল, ইমতিয়াজের ছবিতে পা রাখছেন নয়া প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শর্বরী ওয়াঘ। এইমুহূর্তে জোরকদমে চলেছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। তাই এই মুহূর্তে ছবি সংক্রান্ত বিষয়ে মুখ খুলতে নারাজ নির্মাতা।
সূত্রের খবর, নিজের এই প্রজেক্টের জন্য ইমতিয়াজ এমন একজন অভিনেত্রী খুঁজছিলেন যাঁর অভিনয় যথেষ্ট পোক্ত। সেই সূত্র আরও জানিয়েছে, পরিচালকের মতে এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে শর্বরীর পারফরম্যান্স যথেষ্ট নজরকাড়া। শোনা যাচ্ছে, বেদাঙ্গের বিপরীতেই এই ছবিতে দেখা যাবে শর্বরীকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এপ্রিল থেকে শুরু যে যাবে এই ছবির শুটিং।
এছাড়াও ইমতিয়াজের হাতে রয়েছে আরও একটি ছবি। নাম 'ইডিয়টস অফ ইস্তানবুল'। মুখ্যভূমিকায় দেখা যাবে ফাহাদ ফাসিল এবং তৃপ্তি দিমরি। তাঁর পরিচালিত সেই ছবিও হবে প্রেমের গল্পের ঘরানার-ই। তবে তার মধ্যেও হরেকরকম ব্যাপার রয়েছে। বর্তমানে চিত্রনাট্যে শেষমুহূর্তের ঘষামাজা করছেন ইমতিয়াজ। পরিচালনার পাশাপাশি এই ছবির প্রযোজনার দায়িত্বও সামলাবেন ইমতিয়াজ। তাঁর প্রযোজনা সংস্থার নাম 'উইন্ডো সিট ফিল্মস'। উল্লেখ্য, এর আগেও ইমতিয়াজ প্রযোজিত ছবি 'লয়লা মজনু'তে কাজ করেছেন তৃপ্তি। কিন্তু পরিচালনায় কাজ করবেন এই প্রথমবার।
