সম্প্রতি একটি অনুষ্ঠানের সাউন্ড চেককে কেন্দ্র করে জোজো মুখোপাধ্যায় এবং পৌষালী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। লক্ষ্মীকান্তপুর লোকাল ছবির সোনা বন্ধু রে গানটির লঞ্চে এসে এই বিষয়ে কী জানালেন ইমন চক্রবর্তী? 

সমাজমাধ্যমে দুই গায়িকার এই তর্জা প্রসঙ্গে এদিন আজকাল ডট ইনকে ইমন চক্রবর্তী বলেন, ''যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা একটা ছোট্ট ইন্ডাস্ট্রিতে কখনই কাম্য নয়। দু'জনেই হয়তো দু'জনের দিক থেকে ঠিক। খুব ছোট্ট জায়গা, একটা ঝামেলা হয়েছে, অশান্তি হয়েছে, ওটা আবার মিটে যাবে। তবে আমার ব্যক্তিগত ভাবে মনে হয় সব জিনিস আমাকে বলতে হয় না। জোজোদি এমন একজন মানুষ যিনি ৪০ বছর ধরে পারফর্ম করছেন। আমার জন্মের আগে থেকে, যেটা মোটেই মজার বা সহজ বিষয় নয়। 'মিস জোজো', 'মিস জোজো' এমনই এমনই হয়নি। উল্টো দিকে পৌষালী নিজের জায়গাটা নিজে কষ্ট করে তৈরি করেছে। আমি তো ওই জায়গায় ছিলাম না, কী হয়েছে আমি জানি না। কিন্তু আমি চাই ওদের দু'জনের মধ্যে যে একটা মনোমালিন্য হয়েছে, এটাকে আমি কখনই সংঘাত, অশান্তি এসব বলব না। যেটা হয়েছে দু'জনে যাতে সেটা মিটিয়ে নেয়। আমার বিশ্বাস সেটা মিটে যাবে, ওরা দু'জনেই খুব বুদ্ধিমান মহিলা। খুব খোলা মনের মানুষ।" 

কিন্তু আজকাল যাই ঘটুক সেটাকে অনেক শিল্পীরাই এভাবে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছেন। সেই প্রসঙ্গে কী মত ইমনের জানতে চাইলে গায়িকা বলেন, "আমি একজন শিল্পী হিসেবে একটা কথাই বলতে পারি, একজন শিল্পীর সবসময় একজন শিল্পী হিসেবেই ব্যবহার করা উচিত। যে কোনও শিল্পের সঙ্গেই সেই মানুষটা জড়িত থাকুক না কেন, সেটা যেন তাঁর কথাবার্তা, চালচলনে বোঝা যায় যে উনি একজন শিল্পী। সেই শালীনতা যদি না থাকে তাহলে তো কেউ সম্মানই করবে না। এমনই শিল্পীকে সকলে মনে করেন ও একে তো চাইলেই ছুঁতে পারি। এই সোশ্যাল মিডিয়ার জন্য সবাই আমাদের চেনে, সবাই আমাদের জাজ করে। ফলে আমার মনে হয় আমাদের আরও অনেক বেশি সংযত হওয়া উচিত। সোশ্যাল মিডিয়া আমার কাজ তুলে ধরার জন্য। আমার ব্যক্তিগত রাগ, ক্ষোভ, দুঃখ দেখানোর জন্য নয় বলেই আমি মনে করি।"

কী ঘটেছিল? কিছুদিন আগে খবরের শিরোনামে উঠে এসেছিলেন জোজো মুখোপাধ্যায়। তিনি ফেসবুকের পাতায় একটি লাইভ করে জানান একটি অনুষ্ঠানে গিয়ে দারুণ অসুবিধায় পড়তে হয় তাঁকে। জোজো জানান তিনি এবং তাঁর টিম সাউন্ড চেক করার পর পৌষালী বন্দ্যোপাধ্যায় এবং তাঁর টিম সাউন্ড চেক করতে ওঠেন। আর তখনই তাঁরা অনুমতি ছাড়াই জোজোর দলের বাদ্যযন্ত্র সরিয়ে দেন। এই ঘটনার প্রতিবাদে সরব হন জোজো। গোটা ঘটনাকে তিনি 'অসভ্যতামি' বলে আখ্যা দেন, বলেন 'মঞ্চ কারও বাবার সম্পত্তি নয়'। পাল্টা জবাব দেন পৌষালীও।

প্রসঙ্গত গত, ৭ নভেম্বর মুক্তি পেল লক্ষ্মীকান্তপুর লোকাল ছবির প্রথম গান 'সোনা বন্ধু রে'। এই গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। আগামী ২১ নভেম্বর মুক্তি পাচ্ছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি। মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, পাওলি দাম, সায়নী ঘোষ, রাজনন্দিনী পাল, প্রমুখ।