নিজস্ব সংবাদদাতা: ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার৷ একের পর এক হিট গান। তবুও নিজের গান নিয়ে আক্ষেপ রয়ে গিয়েছে ইমন চক্রবর্তীর। তাঁর মতে, বিভিন্ন ধরনের গান গাইলেও সংগীত পরিচালকেরা তাঁকে নিয়ে খুব একটা ঝুঁকি নিতে চান না। নিজের এক দশকের বেশি সময়ের কর্মজীবন নিয়ে আফসোসের কথা জানালেন তিনি। 

সদ্যই অরিন্দম ভট্টাচার্যের পরিচালনায় 'দুর্গাপুর জংশন' ছবিতে ইমনের 'আমি অপরাধী' গানটি  মুক্তি পেয়েছে। প্রথমবার 'কমফোর্ট জোন' থেকে বেরিয়ে পশ্চিমী শৈলীর গান গাইলেন শিল্পী। অরিন্দম ভট্টাচার্য তাঁকে দিয়ে এমন একটি গান গাওয়ানোর কথা ভেবেছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ইমন বলেন, "'এই গানটি যেন বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে, সেটাই আমি চাই। কারণ এই ধরনের পশ্চিমী ব্যালাড গাওয়ার সুযোগ আমি প্রথমবার পেলাম। আমার গলা খুব একটা নায়িকা সুলভ নয়, সেই কারণে ছবির ব্যাকগ্রাউন্ডে আমার গান বেশি শোনা যায় না। আমি এই ধরনের গান আরও গাইতে চাই।"

কেরিয়ারে বিরাট সাফল্যের মালিক ইমন। ‘তুমি যাকে ভালোবাসো’ থেকে ‘টাপা টিনি’র মতো ভাইরাল গান দর্শকদের উপহার দিয়েছেন ইমন। তবুও শিল্পীর আক্ষেপ,  তাঁর গান নিয়ে পরিচালকেরা খুব একটা 'এক্সপেরিমেন্ট' করতে চান না। কিন্তু তিনি সবসময় ঝুঁকি নিতে ভালবাসেন। তাই নিজেই সব রকমের গান ভাবার চেষ্টা করেন৷ 

 ইমনের কথায়, তাঁর গাওয়া বেশ কিছু বাংলা ছবির গান আছে, যেগুলো হয়তো দর্শকদের কাছে ঠিকমতো পৌঁছয়নি। তবে সেই গানগুলো তাঁর মনের খুব কাছের। আসলে গায়িকার মত, "বিভিন্ন প্রযোজনা সংস্থা বা পরিচালকদের তরফে আজও গানকে তেমন গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু সেই গানের জন্য তো প্রযোজককেরা খরচ করেন। এমনকি একটি ছবির জন্য গান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা ভুলে গেলে চলবে না। তাই ভাল গান শ্রোতাদের কাছে না পৌঁছনো নিয়ে আমার একটা আক্ষেপ অবশ্যই আছে।"