রবিবার, ৪ জানুয়ারি বিকেলে একগুচ্ছ ছবি পোস্ট করে এক ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন হৃতিক রোশন। সেই ব্যক্তিকে 'বাবা' বলে ডাকেনও। কিন্তু তিনি মোটেই রাকেশ রোশন নন। ভাবছেন তাহলে কে? অভিনেতার প্রাক্তন স্ত্রী সুজান খানের বাবা, তথা বর্ষীয়ান এবং প্রাক্তন অভিনেতা সঞ্জয় খান।
গত ৩ জানুয়ারি ছিল সঞ্জয় খানের জন্মদিন। চলতি বছরে ৮৬ বছরে পা দিলেন তিনি। সেই উপলক্ষ্যে বার্থডে পার্টির আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে দুই ছেলেকে নিয়ে হাজির ছিলেন হৃতিকও। সেখানকার তো বটেই, অতীতের বেশ কিছু ছবি পোস্ট করে সঞ্জয় খানকে জন্মদিনের শুভেচ্ছা জানান হৃতিক। আর তাঁর সেই পোস্ট থেকেই স্পষ্ট হল, খাতায় কলমে যতই সুজান খানের সঙ্গে হৃতিকের ছাড়াছাড়ি হোক, সম্পর্ক এখনও বেশ মজবুত। কেবল সুজানের সঙ্গে নয়, তাঁর পরিবারের সঙ্গেও বটে।
এদিন হৃতিক তাঁর এই পোস্টে লেখেন, 'আজ তোমার জন্মদিন বাবা। আর এই দিনে আমি তোমায় ধন্যবাদ জানাতে চাই আমায় এতটা ভালবাসা দেওয়ার জন্য, আমার জীবনে থেকে দিশা দেখানোর জন্য। আমি নিজেকে যতটা বিশেষ মনে করি না, সবসময় তার থেকে ঢের বেশি ভালবাসা দিয়ে আমায় স্পেশ্যাল মনে করিয়েছ তুমি। আমার জানা সমস্ত জায়গার মধ্যে আমি নিশ্চিত ভাবে যেখানে নিঃশর্ত ভালবাসা পাব সেটা তোমার আর মায়ের কাছ থেকেই।'
প্রাক্তন শ্বশুরের সঙ্গে প্রথম দেখার স্মৃতি আজও ভোলেননি হৃতিক। সেই স্মৃতি হাতড়ে লেখেন, 'আমার এখনও তোমার বলা প্রথম কথাগুলো মনে আছে। প্রথম দেখাতেই তুমি আমায় বলেছিলে, তোমার নাম এইচ দিয়ে শুরু, তার মানে তুমি দারুণ উচ্চতায় পৌঁছবে। আমি সেটা বিশ্বাস করি বাবা। আমি সেটা বিশ্বাস করি কারণ তুমি বলেছিলে।'
প্রসঙ্গত, 'কাহো না পেয়ার হ্যায়' ছবির হাত ধরে হৃতিকের বলিউডে অভিষেক হয়। খ্যাতির মধ্যগগনে থাকাকালীন সেই সময়ই, ২০০০ সালে সুজান খানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন হৃতিক। তাঁদের দু'টি ছেলেও আছে। ২০১৪ সালে আইনিভাবে আলাদা হন তাঁরা। এরপর দু'জনের জীবন, দুই খাতে বয়ে গিয়েছে। জীবনে নতুন মানুষ এসেছে। কিন্তু সুজান এবং হৃতিক এখনও একই সঙ্গে দুই ছেলেকে মানুষ করছেন। শুধু তাই নয়, তিনি, তাঁর বর্তমান প্রেমিকা সাবা আজাদ, সুজান খান, এবং তার বর্তমান প্রেমিক একসঙ্গে পার্টি করেন, বেড়াতে যান। বিয়ে ভাঙলেও, বন্ধুত্ব অটুট। তাই তো গত বছর সুজান খানের মায়ের মৃত্যুর পর তাঁর পাশে ছিলেন হৃতিক।
এদিন হৃতিক রোশন তাঁর পোস্টে প্রাক্তন শ্বশুরের কেরিয়ার নিয়েও কথা বলেন। তাঁর পরিচালনা থেকে অভিনয়ের গুণগান করেন। পরিশেষে জানান তিনি চান সঞ্জয় খান ১০০ বছর বাঁচুন। লেখেন, 'আমরা তোমায় ভালবাসি বাবা। শুভ জন্মদিন। তোমার জন্য অনেক ভালবাসা আর মাকে মিস করি।'
হৃতিক রোশন এদিন যে ছবিগুলো শেয়ার করেছেন সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে সঞ্জয় খান এবং তিনি পাশাপাশি হাসিমুখে দাঁড়িয়ে। আরেকটা ছবিতে তাঁদের দু'জনের অল্প বয়সের কোনও ইভেন্টের মুহূর্ত দেখা যাচ্ছে। বাদ যায়নি এই বছরের বার্থডে পার্টির ঝলক।
