সংবাদ সংস্থা মুম্বই: যশরাজের ‘স্পাই ইউনিভার্স’-এ মহিলা গুপ্তচরদের প্রবেশ ঘটতে চলেছে তা জানা গিয়েছে আগেই। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট ও শর্বরী ওয়াগ। ছবির নাম ‘আলফা’। ছবির নাম প্রকাশের সেই ভিডিওতে শোনা যাচ্ছে আলিয়ার কণ্ঠস্বর ‘‘গ্রিক ভাষার প্রথম অক্ষর এবং আমাদের উদ্দেশ্য এক। মন দিয়ে দেখলে, সব শহরে একটা জঙ্গল পাওয়া যাবে। আর জঙ্গলে রাজত্ব করে আলফা।’’ 

 

আগেই জল্পনা শুরু হয়েছিল ছবিতে হৃতিকের যোগ দেওয়া নিয়ে। এবার ‘আলফা’ ছবি ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, এই ছবিতে ভীষণভাবে থাকছেন ‘কবীর’। শুধু তাই নয়, ‘ওয়ার ২’-এর আগে ‘আলফা’তে ‘কবীর’রূপে দর্শকের কাছে হাজির হবেন হৃতিক। আগামী ৯ ডিসেম্বর থেকে মুম্বইতেই শুটিং শুরু হবে তাঁর অংশের। মোট আটদিন ধরে শুট চলবে হৃতিকের অংশের। ওই সূত্র আরও জানিয়েছেন, রোম খাড়া করা অ্যাকশন দৃশ্যের মাধ্যমে ছবিতে এন্ট্রি হবে ‘কবীর’-এর। সেই দৃশ্যে যেন কোনও খুঁত না থাকে তাই শুটের তিনদিন আগে অর্থাৎ ৬ ডিসেম্বর থেকেই শুটের প্রাক-প্রস্তুতি শুরু করে দেবেন বলিপাড়ার এই ‘গ্রিক গড’। 

 

কিছুদিন আগে ‘আলফা’ ছবিতে কাজ করা নিয়ে মুখ খুলেছিলেন শর্বরী। অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, ছবিতে হৃতিকের পাশাপাশি কি দেখা যাবে 'পাঠান'রূপী শাহরুখ খানকেও? ঠারেঠোরে অভিনেত্রী জানান, ‘স্পাই ইউনিভার্স’-এর ছবি যখন, এই ফ্র্যাঞ্চাইজির প্রতিটি ছবির সঙ্গে যোগসূত্র থাকতে হবে বাকি সব ছবির। একথা থেকেই স্পষ্ট ‘আলফা’তে হৃতিক ও শাহরুখ খানকে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। 


ইতিমধ্যেই জমিয়ে শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং।‘আলফা’ যে প্রচুর অ্যাকশন দৃশ্যে ঠাসা থাকবে তা বলাই বাহুল্য। মুম্বইয়ের পরে শুটিং হতে পারে ইংল্যান্ডে। ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় নাকি থাকছেন ববি দেওল। এ কথাও শোনা যাচ্ছে যে, ছবিতে আলিয়া ও শর্বরীর প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করতে পারেন অনিল কপূর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের প্রথম দিকেই মুক্তি পেতে পারে 'আলফা'।