সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে নয়া ঝড়! হৃত্বিক রোশন যখন 'সালার' ছবির প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মস-এর সঙ্গে হাত মেলালেন, তখন থেকেই তোলপাড় সিনে দুনিয়া। ‘হৃতিক x হোমবেল’ নামের এই বিগ বাজেট প্রজেক্ট ঘিরে উত্তেজনা তুঙ্গে, আর তার মধ্যেই নতুন চমক— এই সিনেমা পরিচালনা করতে পারেন পৃথ্বীরাজ সুকুমারন!

 

‘লুসিফার’ খ্যাত পরিচালক পৃথ্বীরাজের নাম এই প্রজেক্টে জুড়ে যাচ্ছে বলে খবরl। যদিও অন্য এক সূত্র জানিয়েছে, এই খবর সত্যি নয়। এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে পরিচালকের নাম নিশ্চিত করা হয়নি। তবে হৃত্বিক-হোমবেল-এর হাত মেলানোর আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে,
“ওঁকে ‘গ্রিক গড’ বলা হয়। হৃদয় জয় করেছেন, সীমা ভেঙেছেন, তিনিই এক প্রকৃত সুপারহিরো! হৃতিক রোশনকে হোমবেল ফিল্মস পরিবারের অংশ হিসেবে পেয়ে আমরা গর্বিত। বহুদিনের স্বপ্ন এবার বাস্তব হতে চলেছে। আসছে এক মহাকাব্যিক কাহিনি— যেখানে মিশবে তীব্রতা আর কল্পনার ঝলক! এখানেই শুরু হবে বিস্ফোরণ!”

 

নিজের সোশ্যাল মিডিয়ায় হৃত্বিক লিখেছেন, “মুখিয়ে রয়েছি এই প্রজেক্টে কাজ করার জন্য।” 

 

?ref_src=twsrc%5Etfw">May 28, 2025

অন্যদিকে, পরিচালক হিসেবে পৃথ্বীরাজ সম্প্রতি শোরগোল ফেলে দিয়েছেন ‘এল২: এমপুরান’ দিয়ে, যা ২০১৯ সালের ব্লকবাস্টার লুসিফার-এর সিক্যুয়েল। ছবিতে ফের দেখা গেছে মোহনলালকে খুরেশি আব্রামের-এর চরিত্রে, সঙ্গে ছিলেন পৃথ্বীরাজ নিজেও। ঝলক দেন টোভনিও থোমাস সহ অন্যান্য অভিনেতা-রাও।

 

বর্তমানে অভিনেতা হিসেবে পৃথ্বীরাজ ব্যস্ত ‘বিলায়েৎ বুড্ঢা’ ও ‘নোবডি’ নিয়ে, আর তিনিও রয়েছেন এস.এস. রাজামৌলির এসএসএমবি২৯-এ, যেখানে মুখ্য ভূমিকায় থাকবেন মহেশবাবু। অন্যদিকে, হৃতিক এখন কোমর বেঁধে প্রস্তুত ওয়ার ২-এর জন্য, যেখানে তাঁর সঙ্গে থাকছেন জুনিয়র এনটিআর। মুক্তির তারিখ— ১৪ আগস্ট, ২০২৫।