সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে শুরু হয়ে গেছে ‘ওয়ার ২’ যুদ্ধের দামামা—আর সেই আগুনে ঘি ঢাললেন খোদ হৃতিক রোশন! সোশ্যাল মিডিয়ায় এক রহস্যজনক পোস্ট করে ইঙ্গিত দিলেন, ২০ মে আসছে বড়সড় চমক। কাকতালীয়ভাবে ওই দিনই জুনিয়র এনটিআরের জন্মদিন। আর তাতেই শুরু হয়েছে জোর চর্চা—তবে কি এদিন সামনে আসছে ‘ওয়ার ২’-এ এনটিআরের লুক বা চরিত্র পরিচয়?

 

‘কবীর’ রূপে ফের পর্দায় ফিরছেন হৃতিক। এবার তাঁর সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী সুপারস্টার এনটিআর, যাঁর জন্য এ ছবি হতে চলেছে বলিউডে ডেবিউ। একসঙ্গে দুই ইন্ডাস্ট্রির দুই তারকা—উন্মাদনার মাত্রা স্বাভাবিক ভাবেই তুঙ্গে।

 

সোশ্যাল মিডিয়ায় হৃতিক লেখেন— “ এই, চলতি মাসের ২০ তারিখ কী আসছে জানো? বিশ্বাস করো, যা আসছে তা তোমার কল্পনারও বাইরে! প্রস্তুত তো?” এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু জল্পনা—তবে কি টিজার না কি ফার্স্ট লুক, না কি এনটিআরের চরিত্র খোলসা হতে চলেছে?

 

অয়ন মুখোপাধ্যায় পরিচালনায় তৈরি হচ্ছে এই হাই-অকটেন স্পাই থ্রিলার, যা ২০১৯ সালের সুপারহিট ‘ওয়ার’-এর সিক্যুয়েল এবং ‘এক থা টাইগার’, ‘পাঠান’, ‘টাইগার ৩’-এর মতো সফল ছবির পর যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স-এর অন্যতম বড় অধ্যায়। এ ছবির মুক্তি আগামী ১৪ আগস্ট, হিন্দি, তেলুগু ও তামিল—তিনটি ভাষাতেই। এনটিআরের আগমন স্পাই ইউনিভার্সকে নিয়ে যেতে চলেছে এক অন্য উচ্চতায়। ‘আরআরআর’-এর পর আন্তর্জাতিক মহলেও তাঁর জনপ্রিয়তা ব্যাপক, ফলে ‘ওয়ার ২’ ঘিরে প্রতীক্ষার পারদ এখন তুঙ্গে।

 

আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি ঠিকই, কিন্তু হৃতিকের বার্তাই যথেষ্ট আগুন ছড়াতে। এখন প্রশ্ন একটাই—২০ মে কী চমক অপেক্ষা করে আছে? এনটিআরের ‘ওয়ার’-এ প্রবেশ ঠিক কেমন হবে? 

 

প্রতীক্ষা শুধু কয়েক দিনের—তারপরই যুদ্ধের পর্দা উঠবে!