ভূত চতুর্দশীর আগেই গা ছমছমে ভাব। নতুন উপহার দিচ্ছে হইচই। আসছে ভূতুড়ে সিরিজ ‘নিশির ডাক’। পরিচালনায় জয়দীপ মুখোপাধ্যায়। সম্প্রতি প্রকাশ্যে এল সিরিজটির টিজার। প্রায় দেড় মিনিট জুড়ে রইল ভয়-আতঙ্ক-রহস্যের আবহ। এক গ্রামের পথ ধরে এগিয়ে যায় সিরিজের গল্প। যে গ্রামের কোণায় কোণায় লুকিয়ে ভয়ঙ্কর অতীতের অভিশপ্ত আখ্যান।

ছয় বন্ধু সোনামুখীতে পৌঁছয় এক বিস্মৃত গায়িকাকে নিয়ে গবেষণা করতে। কিন্তু যা তারা খুঁজে পায় তা নিছক ইতিহাস নয়—এক অভিশাপ। যে গ্রামে তারা যায়, সেখানে মৃত্যু ডেকে আনে সঙ্গীত।

দুর্গাপুজোর ছুটিতে ছ’জন পিএইচডি শিক্ষার্থী সোনামুখীতে যাত্রা করে গবেষণার কাজে। সেখানেই তাদের সঙ্গে পরিচয় বিস্মৃত শাস্ত্রীয় সঙ্গীত গায়িকা নিশীগন্ধা ভাদুরীর। যে আর পৃথিবীতে না থাকলেও রয়ে গিয়েছে তার সুর। গ্রামে পৌঁছেই তারা দেখে অস্বাভাবিক নীরবতা এবং ভয়ের আচ্ছাদনে ঢাকা চারদিক। মানুষ বলছে ‘নিশি’র কথা। এক প্রতিশোধী আত্মা, যা গান বাজানো হলে ফিরে আসে। শুরুতে গল্পের মতো মনে হলেও, দ্রুতই তা ভয়ঙ্কর বাস্তবে পরিণত হয়। তারপরেই পাঁচ শিক্ষার্থীর মধ্যে মৃত্যু হয় একজনের। সামনে নেমে আসে সোনামুখীর অন্ধকার অতীত।

এর পর কোন দিকে এগোবে গল্প? সেই উত্তর পাওয়া যাবে ১৭ অক্টোবর। সে দিনই মুক্তি পাচ্ছে নিশির ডাক। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, সৃজা দত্ত, ঋক চট্টোপাধ্যায়, শ্বেতা মিশ্র, অরুণাভ কাঞ্জিলাল, অনুভব কাঞ্জিলাল, সত্যম ভট্টাচার্য, মৈণাক বন্দ্যোপাধ্যায়, এবং রাজদীপ গুপ্ত।
গোয়েন্দা গল্পের সঙ্গে অনেকদিন হল ভাব জমিয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।‌ পর পর কয়েকবার 'একেন বাবু'র ওটিটি থেকে বড়পর্দা যাত্রা তাঁর হাত ধরেই। জয়দীপ ফ্রেমে বারবার বিভিন্নভাবে ধরা দিয়েছে রহস্য। তবে এবার চেনা ছক ভাঙতে চলেছেন পরিচালক। দর্শকদের উপহার দিচ্ছেন ভৌতিক গল্প।

এই সিরিজের ঘোষণা আগেই হয়েছিল। সামনে এসেছিল সুরঙ্গনা এবং সৃজার চরিত্রের প্রথম ঝলকও।  ভৌতিক ঘরানার সিরিজ এর আগেও হয়েছে। তবে জানা যাচ্ছে, জয়দীপের পরিচালনায় এই সিরিজ শুধু অতিপ্রাকৃতিক গল্প বলবে না, বলবে বন্ধুত্বের গল্পও। বলবে দুই সময়কালের গল্পও। সব মিলিয়ে এবার জয়দীপের জমাটি আয়োজন। 

উৎসবের মরশুমে দর্শকের জন্য জমকালো আয়োজন করতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। অক্টোবর থেকে শুরু হচ্ছে নতুন সব সিরিজের রিলিজ। সঙ্গে থাকছে বহু প্রতীক্ষিত সিরিজের নতুন সিজন ও ফাইনাল সিজন। এই বছর হইচই-এর উৎসবের বিশেষ লাইন-আপে থাকছে জনপ্রিয় সিরিজের সমাপ্তি, তারকাদের প্রত্যাবর্তন আর নতুন নির্মাতাদের তাজা গল্পের ঝুলি। ফলে এ আয়োজন হতে চলেছে একেবারে সাংস্কৃতিক ভোজ। আর সেই ভোজেরই অন্যতম পদ ‘নিশির ডাক’।