নিজস্ব সংবাদদাতা: শান্ত অথচ তীক্ষ্ণ চোখ, কপালে লাল তিলক। 'ভাদুড়ি মশাই'-এর চরিত্রে অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীকে দেখে একপ্রকার চমকে উঠেছিল দর্শক। গত বছর ভূত চতুর্দশীর দিন মুক্তি পেয়েছিল হইচই-এ ফোকলোর থ্রিলার 'পর্ণশবরীর শাপ'।
পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজের মাধ্যমে ওয়েব দুনিয়ায় পা রেখেছিলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। সৌভিক চক্রবর্তীর লেখনির জোরে বাংলা সাহিত্যের পাঠকদের কাছে পরিচিত নীরেন্দ্রনাথ ভাদুড়ি ওরফে ভাদুড়ি মশাই। সেই চরিত্রকেই ক্যামেরার সামনে জীবন্ত করে তুলেছিলেন পরিচালক পরমব্রত। চমকপুরের 'পর্ণশবরীর শাপ'-এর প্রভাব থেকে কীভাবে রক্ষা করবেন ভাদুড়ি মশাই? এই গল্পই ফুটে উঠেছিল সিরিজে।
সূত্রের খবর, এই সিরিজের দ্বিতীয় ভাগ আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ইতিমধ্যেই হয়ে গিয়েছে শুটিংও। এই সিরিজে আরও শক্তিশালী ভূমিকায় পর্দা কাঁপাতে আসছেন ভাদুরি মশাই। সিরিজের নামের সঙ্গেও তাই যোগ থাকতে পারে তার। সম্পূর্ণ নতুন গল্পের সঙ্গে যোগ হতে চলেছে নতুন চরিত্ররাও।
আগের সিজনে 'মিতুল'-এর চরিত্রকে ঘিরে এগিয়েছিল গল্প। যার উপরে অশরীরী আধিপত্য রয়েছে। 'মিতুল'-এর চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে। গল্পে তাকে বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই করে যেতে দেখা গিয়েছিল গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু ও অর্ণ মুখোপাধ্যায়ের চরিত্রদের। এই সিজনেও থাকবেন তাঁরা, এমনটাই খবর। তবে গল্পে থাকবে দারুণ চমক, সেই সঙ্গে দানা বাঁধবে নতুন রহস্য।
