টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?



ধর্মেন্দ্রর জন্মদিন উদযাপন

ধর্মেন্দ্র সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আপাতত বাড়িতেই সেরে উঠছেন। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বলিউডের ‘হি-ম্যান’-এর শারীরিক অবস্থার ক্রমে উন্নতি হচ্ছে। তাই আগামী মাসে তাঁর ৯০তম জন্মদিন উদযাপনের প্রস্তুতি শুরু করেছেন স্ত্রী হেমা মালিনী এবং পরিবার।

একটি সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, “ঈশ্বর কৃপা আগামী মাসে আমরা দু’টি জন্মদিন উদ্‌যাপন করব—ধর্মজি’র এবং এষার।” উল্লেখ্য, ধর্মেন্দ্র আগামী ৮ ডিসেম্বর ৯০ বছরে পা দেবেন। অন্য দিকে, তাঁর মেয়ে এষা দেওল ২ নভেম্বর বাবার অসুস্থতার কারণে কোনও উদযাপন করেননি। বাবার সুস্থ হওয়ার অপেক্ষা করছিলেন তিনি।

ধর্মেন্দ্র সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং প্রায় কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর ১২ নভেম্বর ছাড়া পান। হাসপাতালে থাকার সময়ই তাঁর মৃত্যু নিয়ে ভুয়ো গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ফলে ১১ নভেম্বর স্ত্রী হেমা মালিনী এবং কন্যা ঈশা দেওল প্রকাশ্যে বিবৃতি দিয়ে জানান, ধর্মেন্দ্র সুস্থ আছেন এবং চিকিৎসার পর ধীরে ধীরে সেরে উঠছেন।

মৃত্যুর মুখ থেকে ফেরেন বিবেক

বড় পর্দায় আবার একসঙ্গে ফিরছেন বিবেক ওবেরয়, রিতেশ দেশমুখ এবং আফতাব শিবদাসানি। তাঁদের নতুন ছবি ‘মস্তি ৪’-এর প্রচার নিয়ে বর্তমানে ব্যস্ত তিনজন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্যুটিংয়ের সময় ঘটে যাওয়া এক মৃত্যুর মুখ থেকে ফেরা অভিজ্ঞতার কথা স্মরণ করলেন বিবেক।

বিবেক জানান, রাজস্থানে তাঁর ছবি ‘রোড’-এর শ্যুটিং চলাকালীন এই ঘটনাটি ঘটে। তিনি বলেন, “আমরা তখন বিকানের থেকে জয়সালমের যাচ্ছিলাম। রাতের অন্ধকার, দারুণ রাস্তা—কিন্তু স্পষ্ট কিছু দেখা যাচ্ছিল না। তাই আমি চালককে ১৫–২০ বার বলেছিলাম, ‘ধীরে চালাও, রাতে রাস্তা দেখা যাচ্ছে না।’ আমি সামনের সিটেই বসেছিলাম। সেই ঘটনার পর আর কোনওদিন সামনের সিটে বসিনি।”

ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিনেতা বলেন, “আমি সিট হেলিয়ে একটু গা এলিয়ে নিয়েছিলাম। হঠাৎ ভয়ানক একটা ধাক্কা। বিস্ফোরণের মতো শব্দ। রাস্তার উপর আচমকা একটি উট টানা গাড়ি চলে আসে, যেটাতে লোহার রড বোঝাই ছিল। সেই রডগুলো উইন্ডশিল্ড ভেদ করে ভিতরে ঢুকে আসে। আমার সিটটা যদি সোজা থাকত, রডগুলো সরাসরি আমার শরীরে ঢুকে যেত। রডগুলো মাথার ওপর আটকে থাকায় আমি নড়তেও পারছিলাম না। কিন্তু আশ্চর্যভাবে আমি অক্ষত ছিলাম। প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলাম। সেই ঘটনার পর থেকেই আমি সিদ্ধান্ত নিই। রাতে আর কখনও ভ্রমণ করব না।”

করণ-তেজস্বীর বিয়ের পরিকল্পনা

২০২১ সাল থেকে সম্পর্কে রয়েছেন করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ। ‘বিগ বস ১৫’-এর ঘরেই একে অপরের প্রেমে পড়েছিলেন দু’জন। শো শেষ হওয়ার পরই বিয়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন করণ। তবে তেজস্বীর কথায়, তাঁদের বাড়ির লোক প্রথম থেকেই একটু সময় নিতে বলেছিলেন।

ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার পডকাস্টে এক খোলামেলা আড্ডায় তেজস্বী জানান, তাঁর মা প্রথম দিনেই বলেছিলেন, “তোমরা তো এখনই বাইরে বেরিয়েছ, অন্তত এক বছর বাস্তব জীবনে একসঙ্গে থাকো।”  তেজস্বীর মতে, করণকে নিয়ে পরিবারের কখনও কোনও সন্দেহ ছিল না। 
তেজস্বী স্বীকার করেন, তিনি খুব দ্রুত এবং গভীরভাবে প্রেমে পড়ে যান। সেই কারণেই তাঁর মা চেয়েছিলেন, দু’জনেই সময় নিয়ে সম্পর্ককে আরও ভালভাবে বোঝার সুযোগ পান। তাঁদের সম্পর্ক নিয়ে পরিবারের আপত্তির প্রশ্নে তেজস্বী স্পষ্ট জানান, তাঁর বাবা–মা তাঁকে বিশ্বাস করেন, কারণ তিনি কখনও জীবনে বেপরোয়া বা হঠকারী সিদ্ধান্ত নেননি।