সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
স্বামী এবং সতীনের বিবাহবার্ষিকীর পার্টিতে এলেন হেলেন
সোমবার, ১৭ নভেম্বর সলমন খানের বাবা সেলিম খান এবং সালমা খানের ৬১তম বিবাহবার্ষিকী ছিল। আর সেই উপলক্ষ্যে একটা পার্টির আয়োজন করা হয় সোহেল খানের বাড়িতে। খান পরিবারের নিকট আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে এই বিশেষ দিনটি উদ্যাপন করেন তাঁরা। সেলিম খান এবং সালমা খানকে একত্রে এদিনের পার্টিতে আসতে দেখা যায়। এসেছিলেন সেলিমের দ্বিতীয় স্ত্রী, তথা অভিনেত্রী হেলেন-ও। এদিনের পার্টিতে এসেছিলেন সলমন খান, জাহির ইকবাল, সোনাক্ষী সিনহা, প্রমুখ। সলমন খানকে এদিন অল ব্ল্যাক লুকে দেখা গিয়েছে। তিনি তাঁর গাড়ি থেকে নেমে পার্টিতে ঢোকার আগে চিত্রসাংবাদিকদের দেখে হাত নাড়েন। হেলেনও এদিন স্বামী এবং সতীনের ৬১ তম বিবাহবার্ষিকীতে কালো রঙের একটি চুড়িদার পরে এসেছিলেন। তাঁকে পোজ দিতে দেখা যায় পার্টিতে ঢোকার আগে। প্রসঙ্গত, ১৯৬৪ সালে সুশীলা চড়ককে বিয়ে করেন সেলিম খান। বিয়ের পর সুশীলা ধর্ম এবং নাম বদলে হন সালমা। তাঁদের চার সন্তান, সলমন খান, আরবাজ খান সোহেল খান এবং আলভিরা। পরবর্তীতে ১৯৮১ সালে সেলিম খান হেলেনকে বিয়ে করেন। যদিও ডিভোর্স দেন না তাঁর প্রথম স্ত্রীকে।
৩০ কোটির জালিয়াতির কেসে নাম জড়াল বিক্রম ভাটের! কী জবাব পরিচালকের?
৩০ কোটি টাকার জালিয়াতি করেছেন বিক্রম ভাট! হ্যাঁ, এমনই অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে। উদয়পুরে একটি এফআইআর দায়ের করা হয়েছে পরিচালকের নামে। একটি ছবির প্রজেক্টে নাকি তিনি জালিয়াতি করেছেন। বর্তমানে তদন্ত চলছে। ডক্টর অজয় মুরদিয়া নামক এক ব্যক্তি বিক্রমের নামে ভূপালপুরা থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে তিনি অভিযোগে জানিয়েছেন, যে তিনি তাঁর মৃত স্ত্রীর স্মৃতিতে সিনেমা এবং তথ্যচিত্র বানানোর জন্য বিক্রম ভাটের কোম্পানিকে টাকা দিয়েছিলেন। এমনকী দু'জনের চুক্তিও হয়েছিল ৪টি ছবির প্রযোজনার বিষয়ে। কিন্তু বিক্রম ভাটের প্রযোজনা সংস্থা সেই ছবিগুলো বানায়নি বলেই অভিযোগ। দু'টো ছবি যদিও বা বানানো হয়েছে, সেগুলো নাকি সঠিক ভাবে চিত্রায়িত হয়নি। যে ছবির জন্য সব থেকে বেশি টাকা নেওয়া হয়েছিল সেটা নাকি এখনও শুরুই হয়নি। ফলে বর্তমানে তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তবে টাকা তছরুপের অভিযোগ উঠতেই বিক্রম ভাট জানিয়েছেন, সবটাই মিথ্যে। তাঁর মতে পুলিশকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। পরিচালক সাফ জানিয়ে দেন তাঁর কাছে না আছে কোনও চিঠি, বা নোটিশ না কিছু। তিনি কাগজ বা নথি দেখানোর দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, বিক্রম এদিন প্রশ্ন তোলেন, যদি তিনি সত্যিই তাঁকে ঠকিয়ে থাকেন, তাহলে কেন আবার তৃতীয় ছবি বানানোর প্রসঙ্গ উঠছে?
ধনুশের ম্যানেজারের বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ অভিনেত্রীর!
ধনুশের ম্যানেজার শ্রেয়সের নামে কাস্টিং কাউচের অভিযোগ আনলেন এক অভিনেত্রী। ছোটপর্দার এই অভিনেত্রী জানিয়েছেন দীর্ঘ সময় ধরে ধনুশের ম্যানেজার তাঁকে 'অ্যাডজাস্ট' করার কথা বলছেন। সেই অভিনেত্রীর দাবি, ধনুশের ম্যানেজার তাঁকে একটি নতুন ছবির সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন। সেখানে নাকি দক্ষিণী তারকা নিজেও থাকবেন। তবে এই প্রস্তাবের পাশাপাশি শ্রেয়স এই অভিনেত্রীর কাছে কিছু আপত্তিকর দাবিও করেছেন। টলিউড হোক বা বলিউড, কাস্টিং কাউচের অভিযোগ নতুন কিছু নয়। অনেক সময়ই অভিনেত্রীদের কাজ পাইয়ে দেওয়ার টোপ দেখিয়ে যৌন সম্পর্ক রাখার, 'অ্যাডজাস্ট' করার কথা বলা হয়ে থাকে। অভিনেত্রী ধনুশের ম্যানেজারের প্রস্তাব ফিরিয়ে দেন বারংবার, জানিয়ে দেন তিনি এমন কোনও অফার নিতে চান না। কিন্তু তারপরেও তাঁকে বারংবার শ্রেয়স বলতে থাকেন যে ধনুশের ছবি হলেও তিনি ফিরিয়ে দেবেন? তাঁকে ধনুশের প্রযোজনা সংস্থার ঠিকানা পাঠিয়ে, দেখা করার কথাও বলেছেন বলে জানান সেই অভিনেত্রী। তবে তাঁর এই অভিযোগের পর শ্রেয়স বা ধনুশ কেউই প্রতিক্রিয়া জানাননি।
