সংবাদ সংস্থা মুম্বই: 'লাপতা লেডিজ' ছবিতে ফুল কুমারীর চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছে নিতাংশী গোয়েল। কিরণ রাও পরিচালিত এ ছবির মাধ্যমেই বড় পর্দায় আত্মপ্রকাশ নিতাংশীর। ‘ফুল কুমারী’র চরিত্রে তাঁর সারল্যে ভরা অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। গত বছর মেট গলাতেও মেট গালা ২০২৪-এ উপস্থিত ছিলেন বলিউডের এই অভিনেত্রী।  সেখানে ‘ফুল কুমারী’র বেশেই হাজির হয়েছিলেন তিনি।

 

?ref_src=twsrc%5Etfw">May 7, 2024

এবার ৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালে অভিষেক হতে চলেছে নিতাংশীর!  কান-এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী ভারতীয় অভিনেত্রী হিসাবে রেড কার্পেটে পা রাখবেন নিতাংশী। ১৫ মে কান ফেস্টিভ্যালে পা রাখবেন তিনি, আর এই মুহূর্তে তাঁর উত্থান আন্তর্জাতিক মিডিয়ার হট টপিক।

 

 


বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন মঞ্চগুলোর একটি কান চলচ্চিত্র উৎসব। এই চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটা মানে শুধু গ্ল্যামার নয়, বরং এক আন্তর্জাতিক স্বীকৃতি—যা সিনেমা জগতে চিরস্থায়ী ছাপ ফেলে। ৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে ১৩ মে, চলবে ২৪ মে পর্যন্ত।এই ১২ দিনের উৎসবে চোখ থাকবে পুরো দুনিয়ার, আর সেই চোখে ভারতের ছায়া থাকবে আরও গাঢ়।

 

প্রসঙ্গত, চলতি বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের একাধিক তারকারা উপস্থিতি থাকবেন। এই আন্তর্জাতিক ফিল্মোৎসবের রেড কার্পেটে দেখা যাবে আলিয়া ভাট, ঐশ্বর্যা রাই বচ্চন, জাহ্নবী কাপুর, ঈশান খট্টর, করণ জোহর–সহ এক ঝাঁক বলিউড তারকাকে। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছেন পরিচালক পায়েল কপাডিয়া, যিনি ২০২৩ সালে 'অল উই ইম্যাজিন অ্যাজ আ লাইট' –এর জন্য গ্র্যান্ড প্রিক্স জিতে ইতিহাস গড়েছিলেন। এবছর তিনি কান-এর মূল প্রতিযোগিতা বিভাগের জুরি সদস্য হিসেবে ফিরছেন—এক অভাবনীয় সম্মান যা ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে দিল।

 

কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নিতাংশীর অভিষেক যেন এক নতুন যুগের সূচনার ইঙ্গিত—যেখানে ভারতীয় নারীরা কেবল দর্শনীয় নন, বরং প্রতিনিধিত্ব করছেন আত্মবিশ্বাসে, প্রতিভায়, এবং ব্যক্তিত্বে।