ভারতের অন্যতম সাহসী ও জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ। এই ‘বিপ্লবী’ পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও স্পষ্ট করে দিলেন—হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর সম্পর্ক দিন দিন জটিল হয়ে উঠেছে। কাশ্যপ যেভাবে বলিউডের বাস্তব অন্ধকার, অপরাধ আর সমাজের ভেতরের দাগ ক্যামেরায় ধরেছেন, সেভাবেই এবার  আলোচনায় তুলে ধরলেন নিজের অভিজ্ঞতা।

গত বছর ডিসেম্বরে কাশ্যপ জানিয়েছিলেন—তিনি হয়তো বলিউড ছেড়ে পাকাপাকিভাবে দক্ষিণ ভারতে চলে যাবেন। এবার তিনি জানালেন—“হিন্দি ইন্ডাস্ট্রিতে আমাকে ক্রমাগত মাপা হয়, আমার সমস্ত ব্যাপার বিচার করা হয়, কিন্তু দক্ষিণে মানুষ আমাকে হৃদয় দিয়ে গ্রহণ করেছে।”

অনুরাগ স্পষ্ট বলেছেন, দীর্ঘ সময় অবসাদে থাকার পর তিনি ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছেন। কীভাবে? “আমি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম। সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। এখন নিজের জীবন উপভোগ করছি।একটা সময় আমি হিন্দি সিনেমা দেখা বন্ধ করে দিই। বরং প্রথমবারের পরিচালকরা কী করছে সেটা দেখি। বিশেষ করে মালয়ালম সিনেমা আমাকে নতুন দিশা দেখিয়েছে। রাইফেল ক্লাব শুট করতে গিয়ে যেন জীবনটাই বদলে গেল।” অর্থাৎ বলিউড থেকে সরে গিয়ে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটেছে তাঁর। 

 “বলিউড ভাবে আমি একটা খারাপ খবর” মন্তব্য অনুরাগের। তাঁর আক্ষেপের সুরটা আরও স্পষ্ট হলো তাঁর কথায়—“যেসব পরিচালককে আমি অনুপ্রেরণা মানি, তাঁরা আমার কেনেডি দেখতে এলেন। কিন্তু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন আমাকে এড়িয়ে গেল। কারণ তারা ভাবে আমি ‘খারাপ খবর’। আমি সোজাসাপটা কথা বলি, কোনও ফিল্টার নেই। তাই মনে করে—আমার সঙ্গে থাকলে স্টুডিও সাপোর্ট নাও মিলতে পারে।”

বলিউডে তাঁকে নিয়ে কানাঘুষো চলে—তিনি নাকি মদ্যপান করেন, নাকি অবসাদে আছেন, নাকি ‘পথ হারিয়ে ফেলছেন’। কাশ্যপ বলেন, “সবাই যেন আমাকে বাঁচাতে আসে, যেন আমি নিজেই নিজের শত্রু। অথচ দক্ষিণে গিয়ে কেউ এসব মনে করায়নি। বরং সবাই বলেছে—আমরা তোমার সিনেমা দেখে বড় হয়েছি।”

 সোজা কথায় ভালোবাসার টানে বদলে গেলেন, দাবি অনুরাগের। এই নির্ভেজাল ভালবাসাই কাশ্যপকে বদলে দিয়েছে। তিনি বলেন—“আমি হঠাৎ করেই মদ খাওয়া ছেড়ে দিলাম। আবার লিখতে শুরু করেছি, শরীরচর্চা করছি। দক্ষিণে আমি কোনও চুলচেরা বিচার পাইনি, শুধু ভালবাসা পেয়েছি।”

 সামনেই আসছে অনুরাগের নতুন ছবি ‘নিশানচি’। সব বিতর্কের মধ্যেও তাঁর কাজ থেমে থাকেনি। অনুরাগের পরবর্তী ছবি ‘নিশানচি’ মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর। ছবিতে থাকছেন ডেবিউ করা ঐশ্বর্য ঠাকরে (রাজনীতিবিদ আদিত্য ঠাকরের ভাইপো), সঙ্গে ভেদিকা পিন্টো, মনিকা পানওয়ার, মহম্মদ জিশান আয়ুব এবং কুমুদ মিশ্র।

বলিউডে ‘অপছন্দের মানুষ’, কিন্তু দক্ষিণে ‘প্রিয় মুখ’—এই দ্বন্দ্ব নিয়েই যেন আবার ফিরে এসেছেন অনুরাগ কাশ্যপ।

 

অন্যদিকে, অনুরাগ কাশ্যপ আবার ফিরছেন তাঁর প্রথাভাঙা ছবির ঘরানার ধাক্কাধাক্কির ভাষা ও চাঁছাছোলা গল্প নিয়ে। তাঁর আগামী ছবি ‘বাঁদর (Monkey in a Cage)’ প্রথমবারের মতো দর্শকদের সামনে আসবে ৫০তম টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (TIFF 2025)।ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন ববি দেওল এবং সানিয়া মালহোত্রা। সঙ্গে রয়েছেন সাবা আজাদ ও সাপনা পাব্বি। এই প্রজেক্টের প্রযোজক নিখিল দ্বিবেদী, যিনি এর আগে ‘বীরে দি ওয়েডিং’ এবং ‘সিটিআরএল’-এর মতো ছবি প্রযোজনা করেছেন।