সিনেমার পাশাপাশি এবার নাট্যজগতে বাজি ধরলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রযোজক রাণা সরকার।মঞ্চ মাধ্যমটিকে আরও শক্তিশালী করে তোলার জন্য এগিয়ে এলেন এই প্রযোজক। রাজনীতিবিদ-অভিনেতা পার্থ ভৌমিকের নাট্যদল ‘বাংলা অপেরা’র নতুন নাটক প্রযোজনা করছেন তিনি। আগামী ২৫ অগস্ট বিড়লা সভাগৃহে তাঁরা যৌথ ভাবে মঞ্চস্থ করতে চলেছেন ‘কনকচাঁপা’। পরিচালনায় রঞ্জন দত্ত। প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ব্যারাকপুরের সাংসদ তথা নাট্য ব্যক্তিত্ব পার্থ ভৌমিক। এইমুহূর্তে নাটকের মহড়া জোরকদম চলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কঙ্কাল’ ছোট গল্প অবলম্বনে তাঁদের এই কাজ। অভিনয়ে অনুরণ সেনগুপ্ত, সায়ন্তন মৈত্র, রোহন ভট্টাচার্য, দেবলীনা সিংহ, ঋক দেব প্রমুখ।

 

আরও পড়ুন: ‘দ্য ডার্ক নাইট’ খ্যাত সুরকারের সঙ্গে ‘রামায়ণ’-এ কাজ করে আদৌ কি ভাল লেগেছে? রহমানের জবাবে তোলপাড় বলিউড!

সৃজিত মুখোপাধ্যায় তাঁর প্রযোজনায় ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর মতো বিগ বাজেটের ছবি বানাচ্ছেন। আগামী মাসে রাণার সহ-প্রযোজনায় আসছে ‘ধূমকেতু’। সে ছবির মুখ্যচরিত্রে রয়েছেন দেব-শুভশ্রী। তার মাঝেই মঞ্চে প্রযোজনায় হঠাৎ কেন পা বাড়ালেন তিনি? জাতীয় পুরস্কার প্রাপ্র্ত এই প্রযোজক জানিয়েছেন, কোটি টাকা খরচ করে তাঁরা একটা ছবি বানান। সেই অর্থে একাধিক নাটক মঞ্চস্থ করা যায়। তাঁর মতে, শহরতলিতে এখনও নাটক নিয়ে নিয়মিত চর্চা হয়। নতুন নতুন নাটক মঞ্চস্থ হয়। শনি এবং রবিবার থিয়েটার হলগুলোতে একটাও আসন ফাঁকা থাকে না। এ সব দেখেই তাঁর মনে হয়েছে, ছবির পাশাপাশি নাটক প্রযোজনা করলে এই মাধ্যমটি আরও শক্তিশালী হবে।

 

আরও পড়ুন:  মাত্র কয়েক সেকেন্ড, ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’র ছবির সব টিকিট শেষ! বাকিরা কি আর দেখতে পাবেন না?

 

এর আগে একাধিক মঞ্চসফল নাটক রূপ পেয়েছে বড়পর্দায়। অনেকক্ষেত্রে বক্স অফিসেও সেই সব ছবি সসম্মানে উতরেছে। উদাহরণ রয়েছে একাধিক। মুক্তির অপেক্ষায় রয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'উইঙ্কল টুইঙ্কল'। ব্রাত্য বসু রচিত এই নাটক মঞ্চে পরিচালনা করেছিলেন দেবেশ চট্টোপাধ্যায়। অভাবনীয় সাফল্য পেয়েছিল সেই নাটক।  এবার কি তাহলে পরিস্থিতি উল্টোদিকে ঘুরতে পারে? আগামী দিনে ছায়াছবি থেকে নাটক মঞ্চস্থ হবে? কারণ পার্থ ভৌমিকের দল কিন্তু ‘মেঘে ঢাকা তারা’, ‘বসন্তবিলাপ’, ‘আনন্দ’ ছবির গল্প নিয়ে নাটক করেছেন। 

 

আরও পড়ুন: ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে দামি ছবি ‘রামায়ণ’, বাজেট শুনলে উল্টে যাবে চোখ! আদৌ কি লাভের মুখ দেখবেন প্রযোজক?

 

সাংসদ-অভিনেতার নাট্যদলের নাম নৈহাটি ব্রাত্যজন। গত মার্চে নৈহাটি ব্রাত্যজন তাদের নবতম প্রযোজনা 'আনন্দ' মঞ্চস্থ করেছিল। সেই অনুষ্ঠানের বিকৃত হওয়া টিকিটের সমস্ত টাকা নদীয়ার রাণাঘাট অঞ্চলের দুই শিশুর চিকিৎসার খরচের জন্য  তুলে দিয়েছে তাদের পরিবারের হাতে।  অস্মিকার পরিবারের হাতে ৩ লক্ষ ও আদ্রিকার পরিবারের হাতে ৫০ হাজার টাকা  তুলে দিল নৈহাটি ব্রাত্যজন।

 

আরও পড়ুন:  ‘এই রাস্তাই বদলে দিয়েছে নির্বাচনের ফল’, ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর লোকেশন এখন ‘টুরিস্ট হটস্পট’, কীভাবে যাবেন জানেন?

 

বাংলা সংস্কৃতি জগতে এ এক নজিরই বটে।  সমাজমাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়েছিল ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও নৈহাটি ব্রাত্যজনের এই কীর্তি।