লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক, লন্ডন থেকে মেলবোর্ন— বিশ্বজুড়ে আইম্যাক্স (IMAX)-এ ইতিহাস গড়ল ক্রিস্টোফার নোলানের পরবর্তী মহাকাব্যিক সিনেমা ‘দ্য ওডিসি’ (The Odyssey)। সিনেমার মুক্তি এখনও এক বছর দূরে, ১৭ জুলাই ২০২৬— কিন্তু তাতে কী! ছবির এক বিশেষ প্রোমোশনাল ক্যাম্পেন হিসেবে ১৪টি আমেরিকান শহর এবং কিছু আন্তর্জাতিক লোকেশনে (লন্ডন, মেলবোর্ন, প্রাগ-সহ) ছবির IMAX টিকিট বিক্রি শুরু হতেই তা নিমেষে শেষ হয়ে যায় মাত্র ১৮০ সেকেন্ড অর্থাৎ তিন মিনিটের মধ্যে!
আইম্যাক্স (IMAX)-এর ৭০মিমি ফরম্যাটে প্রথম দিনের স্ক্রিনিং-এর টিকিট বিক্রি শুরু হয়েছিল বৃহস্পতিবার। কেউ ভাবেওনি, এত আগেই ভক্তরা এভাবে ঝাঁপিয়ে পড়বেন। কোনও শো তিন মিনিটে, কোনওটা এক মিনিটের মধ্যেই পুরোপুরি শেষ! যাকে বলে, ‘SOLD OUT!’
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী পোস্ট করেছেন, “মাত্র ৩ মিনিটেই ইউনিভার্সাল সিটিওয়াক (Universal CityWalk)-এর শো হাউসফুল হয়ে গেল!” অন্য একজন লিখেছেন, “লিনকন স্কোয়্যার থিয়েটারে একটাও টিকিট নেই, পুরোপুরি শেষ আগামী ৩ মিনিটের মধ্যেই।” লস অ্যাঞ্জেলসের বহু থিয়েটারে আবার বিক্রির এক মিনিটের মধ্যেই শেষ টিকিট বুক হয়ে যায়।

নোলান এবার ‘ওডিসি’তে: হোমারের মহাকাব্যিক যাত্রা এবার সিনেমায় নবরূপে। ‘দ্য ওডিসি’ আদতে হোমারের ক্লাসিক গ্রিক মহাকাব্য ‘ওডিসি’-র অ্যাডাপ্টেশন। যেখানে উঠে আসবে ট্রয় যুদ্ধ-পরবর্তী সময় ইথাকার রাজা ওডিসিয়াসের এক ভয়ংকর এবং রোমাঞ্চকর প্রত্যাবর্তনের কাহিনি। এই চরিত্রে অভিনয় করছেন অস্কারজয়ী অভিনেতা ম্যাট ড্যামন এবং ওডিসিয়াসের পুত্র টেলিম্যাকাসের ভূমিকায় রয়েছেন টম হল্যান্ড।
তবে শুধু এই দুই তারকাই নন— এই সিনেমার মোট তারকাবহর কিন্তু চোখ ধাঁধানো। অ্যানে হ্যাথওয়ে,জেণ্ডায়া, লুপিতা নিয়ঙ্গো, রবার্ট প্যাটিনসন, চার্লিজ থেরন, জন বের্থানাল, বেনি স্যাফদি, জন লেগুইজামো এবং ইলিয়ট পেজ — সকলেই রয়েছেন এই ম্যাগনাম ওপাস প্রজেক্টে।
অনুরাগীদের মতে, নোলান মানেই ভরস আর এবার ইতিহাসের ডানা নিয়ে ফিরছেন তিনি! ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’, ‘ওপেনহাইমার’-এর মতো মাস্টারপিসের পর এবার ক্রিস্টোফার নোলান নামছেন পুরাণ ও ফ্যান্টাসির জগতে। যদিও সিনেমার ফার্স্ট লুক বা ট্রেলার কিছুই এখনো প্রকাশ হয়নি, তবুও এই আগ্রহই প্রমাণ করে, দর্শক নোলানের নামেই হলমুখী।
এই ছবিতে থাকবে যুদ্ধ, ঐশ্বরিক, প্রতারণা, প্রেম, পরিবার আর হার-না-মানা এক নায়ক ওডিসিয়াসের বেঁচে ঘরে ফেরার লড়াই। আসলে, ‘দ্য ওডিসি’ শুধুই সিনেমা নয়, এক মহাকাব্যিক সেলিব্রেশন— সময়ের আগেই যা নিজের ইতিহাস লিখে ফেলল। এই টিকিট বিক্রির রেকর্ড থেকেই তার হাতেগরম প্রমাণ পাওয়া গেল। এখন শুধু অপেক্ষা, নোলানের ‘ছুঁয়ে দেওয়া’ ইতিহাস কবে আমাদের চোখে ধরা দেয় বড়পর্দায়।
আসলে, ‘দ্য ওডিসি’ শুধুই সিনেমা নয়, এক মহাকাব্যিক সেলিব্রেশন— সময়ের আগেই যা নিজের ইতিহাস লিখে ফেলল। এই টিকিট বিক্রির রেকর্ড থেকেই তার হাতেগরম প্রমাণ পাওয়া গেল। এখন শুধু অপেক্ষা, নোলানের ছুঁয়ে দেওয়া ইতিহাস কবে আমাদের চোখে ধরা দেয় বড়পর্দায়।
অন্যদিকে, টম হল্যান্ডের স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গিয়েছে। নাম রাখা হয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন জানালেন, ছবির শুটিং শুরু হবে এবছর গ্রীষ্মেই। সোমবার লাস ভেগাসের সিনেমা কন-এ প্রযোজনা সংস্থা সোনি তাদের প্রেজেন্টেশনে ছবির নাম ঘোষণা করে। যদিও টম হল্যান্ড নিজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, তবে তিনি একটি ভিডিও বার্তায় ছবির ব্যাপারে বললেন—“আমি দুঃখিত যে আজ এখানে থাকতে পারলাম না। এইমুহূর্তে পৃথিবীর অন্য প্রান্তে একটা ছবির শুটিং করছি। আমি জানি, আমরা ‘নো ওয়ে হোম’-এর শেষে তোমাদের একটা বিশাল ক্লিফহ্যাঙ্গারে রেখে গিয়েছি। তাই ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ একেবারে নতুন শুরু। এটুকুই বলতে পারি। এর বেশি কিছু বলা বারণ! আমাকে মুখ খুলতে না করা হয়েছে। তাই চিন্তা করো না, আমি এই ছবির কোনও স্পয়লার ফাঁস করব না!” প্রসঙ্গত, টমকে দেখা যাবে ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‘দ্য ওডিসি’-তে, যেখানে তাঁর সঙ্গে থাকছেন ম্যাট ডেমন, জেন্ডায়া ও অ্যান হ্যাথওয়ে।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর শেষে পিটার পার্কার পুরো বিশ্ব থেকে নিজের পরিচয় মুছে দেয়, কারণ সে ভুল করে মাল্টিভার্সের দরজা খুলে ফেলেছিল। সেখান থেকেই সম্ভবত এই ছবির গল্প শুরু হবে।
