নিজস্ব সংবাদদাতা: একের পর এক ধারাবাহিক বন্ধ হওয়ার পাশাপাশি শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক। এবার স্টার জলসার পর্দায় বেশ কয়েক বছর পর ফিরতে চলেছেন দর্শকের প্রিয় 'বকুল' অর্থাৎ ঊষসী রায়। 

 

 

 

ঊষসীকে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছিল জি বাংলার 'কাদম্বিনী' ধারাবাহিকে। এরপরে ছোটপর্দা থেকে বিরতি নিয়ে একাধিক ওয়েব সিরিজের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন অভিনেত্রী। 

 

 

 

ছোটপর্দা থেকেই টলিউডের সফর শুরু। বিভিন্ন মাধ্যমে কাজ করলেও টিভির পর্দায় ফিরে আসাকে তাই তাঁর ঘরে ফেরা বলাই যায়। সূত্রের খবর, রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার হাত ধরেই ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী। 

 

 

নতুন ধারাবাহিকে তাঁর সঙ্গে জুটি বেঁধে ফিরছেন সুস্মিত মুখোপাধ্যায়। স্টার জলসার নতুন ধারাবাহিকে প্রথমবার এই জুটিকে দেখতে পাবেন দর্শক। সম্প্রতি, প্রকাশ্যে এল ধারাবাহিকের প্রথম প্রোমো। 'ঘরের মেয়ের সাগর পাড়ির গল্প'-এ দেখা গেল হাতে পাসপোর্ট আর লাগেজ নিয়ে হন্যে হয়ে এয়ারপোর্টে ঘুরছেন ঊষসী। কোন দিকে সে যাবে, কী করবে? কিছু বুঝতে পারছে না। এদিকে ফোনে কোনও নেটওয়ার্ক নেই। 

 

 

 

বিদেশিদের কাছে সাহায্য চেয়েও ব্যর্থ সে। অবশেষে এয়ারপোর্টের বাইরে এক এক পঞ্জাবি ড্রাইভারের সঙ্গে দেখা। তিনি জানান গন্তব্যে পৌঁছে দেবেন। খানিক স্বস্তির হাসি ফুটে উঠে ঊষসীর মুখে। কিন্তু বিদেশে এসে এখানেই কি ঊষসীর লড়াই শেষ নাকি নতুন লড়াইয়ের শুরু? এই গল্পই ফুটে উঠবে ধারাবাহিকে। যদিও প্রকাশ্যে আসা প্রথম প্রোমোয়, ঊষসী ছাড়া কারওর দেখাই মেলেনি। তবুও নতুন এই ধারাবাহিক নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু নেটিজেনদের মধ্যে।