নিজস্ব সংবাদদাতা: আগেই খবর এসেছিল ব্রাত্য বসুর লেখা 'উইঙ্কল টুইঙ্কল' নাটকটি এবার বড়পর্দায় আনতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। যদিও বাংলায় নাটক থেকে ছবি করার চল এই প্রথম নয়। ব্রাত্য বসু লেখা এই নাটকটি দারুণ জনপ্রিয়। প্রশংসিতও বটে।
এই পলিটিক্যাল ফ্যান্টাসি ঘরানার নাটকটির দুই মুখ্য চরিত্র হল সব্যসাচী এবং তাঁর ছেলে ইন্দ্র। সব্যসাচী হল এক বিপ্লবী রাজনৈতিক কর্মী। পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় সবার উপরে তাঁর নাম। মাঝে হঠাৎই সে উধাও হয়ে যায়। ফিরে আসে বছর কুড়ি পর। নতুন পৃথিবীর মুখোমুখি হয় সে। তখন তার ছেলে ইন্দ্র তার বিপরীত দলের সমর্থক। এমন অবস্থায় কী হয় সেই নিয়েই এগোয় গল্প।
সূত্রের খবর, বাবার চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। আর ছেলের চরিত্রে থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রতর বোনের ভূমিকায় থাকতে পারেন অঙ্গনা রায়। ছবি ঘিরে নানা কৌতূহলের মাঝেই প্রকাশ্যে এল 'উইঙ্কেল টুইঙ্কেল'-এর প্রথম ঝলক। পোস্টারে দেখা মিলল ভাঙা লেলিনের মূর্তি, তার সামনে বসে রয়েছেন সৃজিতের দুই নায়ক। তাঁদের মুখ অবশ্য প্রকাশ্যে আনেননি নির্মাতারা। ফ্রেন্ডস কম্যুনিকেশন, মণিশঙ্কর বসু ও অরবিন্দ কুমার নিবেদিত এই ছবির প্রথম পোস্টার ইতিমধ্যেই সাড়া ফেলেছে সমাজ মাধ্যমে।
ছবি প্রসঙ্গে ফ্রেন্ডস কম্যুনিকেশনের কর্ণধার ফিরদৌস উল হাসান আজকাল ডট ইন-কে বলেন, "নাটক নিয়ে ছবি নতুন বিষয় নয়। তবে এই ছবিকে বড়পর্দায় যেভাবে ফুটিয়ে তুলবেন সৃজিত তা অবশ্যই অন্যরকম হতে চলেছে। এই মুহুর্তে চলছে চরিত্রাভিনেতা বাছাই পর্ব। নতুন বছরেই নতুন ছবি নিয়ে আসব।"
