নিজস্ব সংবাদদাতা: ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পথ চলা শুরু অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর। জি বাংলার 'মিঠাই'-এর পর দেবের হাত ধরে 'প্রধান' ছবির মাধ্যমে বড় পর্দায় পা রেখেছেন তিনি। এরপর ইতিমধ্যেই '১০ই জুন' ছবির শুটিং শেষ করেছেন সৌমিতৃষা। যেখানে তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেতা সৌরভ দাসকে। এবার নতুন ইনিংস শুরু অভিনেত্রীর। সৌমিতৃষার অভিষেক হতে চলেছে ওয়েব সিরিজে।


পরিচালক অয়ন চক্রবর্তীর আগামী সিরিজে দেখা যাবে তাঁকে। স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা রায়চৌধুরী অভিনীত 'নিঁখোজ'-এর পর অয়নের নতুন কাজ 'কালরাত্রি'। এই থ্রিলার সিরিজেই দেখা যাবে সৌমিতৃষাকে।

যেখানে তাঁর সঙ্গ দেবেন ছোটপর্দার আরও বেশকিছু পরিচিত মুখ। রাজদীপ গুপ্ত, ইন্দ্রাশিস রায়, রূপাঞ্জনা মিত্রকে দেখা যাবে গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে। এছাড়াও দেখা মিলবে অনুজয় চট্টোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়কে। আজকাল ডট ইন-এ প্রকাশ্যে সিরিজের প্রথম ঝলক। 


গল্পে 'দেবী' অর্থাৎ সৌমিতৃষার বিয়ের দিন, তার ঘনিষ্ঠ বন্ধু মায়ার একটি অশুভ ভবিষ্যদ্বাণী তার আপাতদৃষ্টিতে নিখুঁত জীবনকে নষ্ট করতে শুরু করে। দেবীর স্বামীর মৃত্যু সম্পর্কে মায়ার ভবিষ্যদ্বাণী তার উপর এক ভয়ঙ্কর প্রভাব ফেলে। সেই সঙ্গে রহস্যের জালে জড়িয়ে পড়তে থাকে সে।  ঠিক কী হবে কালরাত্রিতে? এই উত্তর মিলবে সিরিজের গল্পে। 

নতুন চরিত্র নিয়ে সৌমিতৃষা বলেন, "আমার অভিনীত প্রথম ওয়েব সিরিজ এটি। দেবীর চরিত্রটি আমার কাছে খুব প্রিয় হয়ে উঠেছে। এই সিরিজের মাধ্যমে শুধু থ্রিলারের স্বাদই দর্শক পাবেন না। গল্পটিকে, গল্পের চরিত্রগুলোকে আপন করে নেবেন।"

ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং। 'হইচই'-এ খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই সিরিজ।