সংবাদসংস্থা মুম্বই: একে একে সামনে আসছে বিষ্ণু মাঞ্চু পরিচালিত পৌরাণিক কাহিনি নির্ভর ছবি 'কানাপ্পা'র তারকাদের প্রথম ঝলক। আগে প্রকাশ্যে এসেছিলেন মহাদেবের অবতারে অক্ষয় কুমার। এক হাতে ডমরু, অন্য হাতে ত্রিশূল তুলে উদ্যত ভঙ্গিতে সামনে এসেছিলেন 'নীলকণ্ঠ' রূপী অক্ষয়। ধুতির উপর জড়ানো বাঘছাল, কানে কুণ্ডল, গলায় ও কোমরবন্ধে জড়ানো রুদ্রাক্ষ- সব মিলিয়ে অভিনেতার 'মহাদেব' রূপ সাড়া ফেলেছিল সমাজমাধ্যমে। 

 

এবার এল দক্ষিণী অভিনেতা প্রভাসের প্রথম ঝলক। শিব-অনুচর 'রুদ্র'র চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। গেরুয়া পোশাক, কপালে তিলক ও গলায় রুদ্রাক্ষের মালা পরে যেন সম্পূর্ণ অচেনা হয়ে উঠেছেন প্রভাস। অভিনেতার এই লুক সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নিমেষে ভাইরাল। 

 

প্রসঙ্গত, 'কান্নাপ্পা' ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন পরিচালক বিষ্ণু মাঞ্চুও। এছাড়াও ছবিতে প্রভাস, অক্ষয়ের সঙ্গে থাকছেন মোহনলাল, শরৎকুমার, মধু, মোহন বাবু, কাজল আগরওয়াল এবং ব্রহ্মানন্দনের মতো তারকা। ভগবান শিবের উপর ভিত্তি করে পৌরাণিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। চলতি বছর ২৫ এপ্রিলে বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।