সংবাদসংস্থা মুম্বই: সোমবার মাঝরাতে মুম্বইয়ের বান্দ্রার ফরচুন এনক্লেভ বিল্ডিংয়ে ৭ম তলায় আগুন লাগে। এই আবাসনের ১১ তলার বাসিন্দা গায়ক শান। ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের পর কেমন আছেন গায়ক?
মুম্বই সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শান বলেন, "রাত সাড়ে ১২টার দিকে ৭ তলায় আগুন লাগে। আমরা তখন ঘুমোচ্ছিলাম। রাত ১টার দিকে ঘুম ভাঙে। তখন ৭তলা ও নীচের অন্যান্য তলা থেকে বেশিরভাগ মানুষ তখন নীচের তলায় নেমে গিয়েছিলেন। আমাদের ছাদে যেতে বলা হয়েছিল, এদিকে ছাদে তখন তালাবন্ধ। আবার ধোঁয়াও ক্রমাগত বাড়ছিল। তাই আমরা ১৪ তলায় আমাদের প্রতিবেশী, মিসেস কাজীর বাড়িতে আশ্রয় নিই। দুর্ভাগ্যবশত, ওঁরাও আটকে গিয়েছিলেন। আমরা প্রায় ৪০ মিনিট সেখানে ছিলাম, যতক্ষণ না দমকলকর্মীরা আমাদের উদ্ধার করে নিয়ে যান। একজন আহত হয়েছেন।"
শান আরও বলেন, "দেখতে পারছিলাম আগুনে ৭ তলা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছিল। ৭ ও ৮ তলা আংশিক পুড়ে গেলেও বহুতলের অন্যান্য অংশ তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। আমাদের ঘরও ঠিক আছে। আমাদের কোনও ক্ষতি হয়নি।"
