নিজস্ব সংবাদদাতা: ফের বিতর্কে জড়িয়ে পড়ল অক্ষয় কুমার, অনন্যা পাণ্ডে অভিনীত ছবি 'কেশরী চ্যাপ্টার ২'। স্বাধীনতা সংগ্রামীদের অপমান ও তথ্য বিকৃতির অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হল মামলা।
এপ্রিলে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত 'কেশরী চ্যাপ্টার ২'। সেই সময়ই স্বাধীনতা সংগ্রামীদের অপমান ও তথ্য বিকৃতির অভিযোগ তুলেছিলেন সরব হয়েছিলেন নেটিজেনরা। যদিও তখন আইনি জটিলতা দেখা যায়নি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'কেশরী চ্যাপ্টার ২'। দর্শকের থেকে দারুণ সাড়া পেয়েছে এই ছবি। এমনকী বক্স অফিসেও ভাল ফল করেছে।
এবার স্বাধীনতা সংগ্রামীদের অপমান, ভুল তথ্য প্রচার-সহ একাধিক অভিযোগ তুলে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন রণজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তি। অভিযোগে তিনি জানিয়েছেন, মুজফফরপুর ষড়যন্ত্র মামলায় একটি আদালত কক্ষের দৃশ্য দেখানো হয়েছে সিনেমাটিতে। সেখানে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে দেখানো হয়েছে 'ক্ষুদিরাম সিং ' হিসাবে। বারীন্দ্রকুমার ঘোষকে দেখানো হয়েছে 'বীরেন্দ্র কুমার' হিসাবে। যা স্বাধীনতা সংগ্রামীদের অপমানের পাশাপাশি তথ্য বিকৃতি ও বাংলাকে অসম্মান। এই বিষয়ে এখন সরব রাজনৈতিক মহল থেকে শুরু করে তারকারাও। মুক্তির পর সাফল্য পেলেও হঠাৎ আইনি জটিলতা নিয়ে চিন্তিত প্রযোজনা সংস্থাও।
