সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের নামজাদা চিত্রনাট্যকার তথা পরিচালক মনীশ গুপ্তার বিরুদ্ধে উঠল ভয়ঙ্কর অভিযোগ—তাঁরই ড্রাইভারকে নাকি রান্নাঘরের ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করলেন তিনি! শুধু কীসের জন্য? বেতন চেয়েছিল সে!

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, মুম্বইয়ের ভারসোভার সাগর সঞ্জোগ বিল্ডিংয়ের ফ্ল্যাটে। তিন বছরের পুরনো ড্রাইভার রাজিবুল ইসলাম লস্কর (বয়স ৩২) তখনই রক্তাক্ত অবস্থায় ছুটে যান কুপার হাসপাতালে, সেখান থেকে সরাসরি থানায় গিয়ে দায়ের করেন এফআইআর।

সূত্রের খবর, রাজিবুলের অভিযোগ—তিন বছর ধরে কাজ করছেন পরিচালক মনীশ গুপ্তার কাছে, মাসিক বেতন ২৩,০০০ টাকা। অথচ কখনও সময়মতো টাকা পাননি। ৩০ মে বিনা নোটিশে চাকরি থেকে ছাঁটাই করে দেন মনীশ, দেন না এক টাকাও। পেটের দায়ে ফের কাজে ফেরেন রাজিবুল, আশায় ছিলেন পাওনা টাকা পাবেন।

কিন্তু বৃহস্পতিবার রাতে সেই পাওনার কথায় ফেটে পড়ে মনীশ। ঝগড়া চরমে উঠতেই তিনি রান্নাঘর থেকে ছুরি তুলে রাজিবুলকে কোপ মারেন বলে অভিযোগ!

ভারসোভা থানার পুলিশ মনীশ গুপ্তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ১১৮(২), ১১৫(২) ও ৩৫২ ধারায় মামলা রুজু করেছে। যার মধ্যে রয়েছে—বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে গুরুতর আঘাত করা, ইচ্ছাকৃত অপমান করে শান্তিভঙ্গের উস্কানি দেওয়া, আক্রমণাত্মক আচরণ। 

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মনীশ গুপ্তাকে গ্রেফতার করা হয়নি!


ড্রাইভার রাজিবুলের তরফে আইনজীবী আলি কাশিফ খান দেশমুখ সাফ জানিয়েছেন, “এই ঘটনার পরেও যদি মনীশ গুপ্তা রাস্তায় ঘুরে বেড়ান, তবে আইনের মর্যাদা কোথায় থাকে? আমরা অবিলম্বে গ্রেফতারির দাবি জানাচ্ছি।”

মনীশ গুপ্তা নামটা বলিউডে অজানা নয়। ‘দ্য স্টোনম্যান মার্ডার্স’, ‘৪২০ আইপিসি’, ‘ওয়ান ফ্রাইডে নাইট’—এমন একাধিক থ্রিলার-ধর্মী ছবির পরিচালক তিনি। একসময় রামগোপাল ভার্মার টিমে স্ক্রিপ্ট রাইটার ছিলেন—‘ডি’ ও ‘সরকার’-এর মতো ছবির লেখক। কিন্তু পর্দায় থ্রিলারের যে গল্প লেখেন মনীশ, এবার যেন তার থেকেও ভয়ঙ্কর এক ‘রক্তাক্ত চিত্রনাট্য’ লিখে ফেললেন বাস্তবে!

বলিউডের ভেতরে এমন বীভৎস ঘটনাই আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—গ্ল্যামারের আড়ালে কতটা নোংরা, রক্তাক্ত, অন্ধকার এক মুখ লুকিয়ে থাকে।

এবার পুলিশের ওপর চাপ—কবে হবে মনীশ গুপ্তার গ্রেফতার? আর কতদিন পেশার দোহাই দিয়ে ছুরি চালানোর লাইসেন্স পাবেন প্রভাবশালীরা?