আজকাল ওয়েবডেস্ক: চলছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। রোজই প্রকাশিত হচ্ছে নানা বই। গত ৩০ শে জানুয়ারি, বইমেলায় চলচ্চিত্র পরিচালক তথা চিত্রনাট্যকার পারমিতা মুন্সীর চতুর্থ কবিতার বই 'তারা ঢাকা মেঘ' প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশিত হয়েছে 'ধানসিড়ি' প্রকাশন থেকে। পারমিতার নতুন কবিতার ভিয়ের প্রকাশ করেন বরেণ্য কবি সুবোধ সরকার, চলচ্চিত্র পরিচালক অভিজিৎ গুহ, অভিনেতা রণজয় বিষ্ণু, এবং ধানসিঁড়ি প্রকাশনার কর্ণধার শুভ বন্দ্যোপাধ্যায়। 

এই বইয়ের সব কবিতাই আসলে প্রেমের, ভালোবাসার কবিতা। 'তারা ঢাকা মেঘ' বইটি পারমিতা মুন্সী উৎসর্গ করেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী তথা সুরকার কবীর সুমনকে।

করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশের চারচৌকো জমিতে বসেছে বাঙালির সাধের বইমেলা। প্রথম দিনে থেকেই এই মেলা ঘিরে বইপ্রেমীদের উৎসাহের অন্ত নেই। বেশিরভাগই  ট্রেন ধরে শিয়ালদহ, সেখান থেকে মেট্রো ধরে সোজা করুণাময়ী আসছেন। অনেকেই আবার দুপুরের টিউশনি শেষ করেই প্রিয় লেখকের বইয়ের খোঁজ করছেন। একেবারে শুরুর দিনের রাতেই অন্তত অর্ধেক পড়ে ফেলতে হবে। যেমন প্রিয় অভিনেতার ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো হয় আর কী। দিনভর উৎসাহী, উচ্ছ্বসিত পাঠকের উপস্থিতিতে বইমেলা রঙিন।