সংবাদ সংস্থা মুম্বই: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। ভারতের ‘অপারেশন সিঁদুর’ এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু।  মাত্র ২৫ মিনিটে ২৪ বার আঘাত হেনে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাবের ন’টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। মঙ্গলবার রাতে সেই ‘অপারেশন সিঁদুর’ অভিযানে অন্তত ৭০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি সরকারি সূত্রে।

 

আর তার মধ্যেই ফুঁসে উঠল বলিউডের এক পরিচিত মুখ—ফওয়াদ খান। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক, যার আঁচ ছড়িয়ে পড়েছে দুই দেশের কূটনৈতিক আবহে, এমনকি বিনোদন দুনিয়াতেও। “লজ্জাজনক হামলা”, “পাকিস্তান জিন্দাবাদ”—পোস্ট করে ঘৃতাহুতি ফাওয়াদের! বুধবার নিজের এক্স  হ্যান্ডেল থেকে ফওয়াদ লেখেন —  “এই লজ্জাজনক হামলায় যাঁরা মারা গিয়েছেন বা আহত হয়েছেন, তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করছি। নিরপরাধের মৃত্যু দিয়ে আগুন জ্বালানো বন্ধ হোক। পাকিস্তান জিন্দাবাদ!”

 

 

এই মন্তব্যের পরই শুরু হয় ব্যাপক ট্রোলিং, ভারতীয়দের মধ্যে দেখা দে ক্ষোভের সুনামি। পোস্টটি পরে ডিলিট করে দিলেও স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে মুহূর্তে। শুধু ফওয়াদ একা নন। মাহিরা, হানিয়া, মাওরা—পাকিস্তানের একাধিক অভিনেত্রী যাঁরা ভারতেও জনপ্রিয়  সবাই একে একে ভারতের বিরুদ্ধে গর্জে উঠলেন! ‘রইস’ খ্যাত মাহিরা খান, অভিনেত্রী হানিয়া আমির এবং মাওরা হোকেন-ও প্রকাশ্যে ভারতের অভিযানের বিরোধিতা করেছেন। মাহিরা তাঁর ইনস্টা স্টোরিতে লেখেন:

 

 

“কাপুরুষতা! আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন।” আর হানিয়া লেখেন এককথায় লেখেন “কাপুরুষোচিত।”  অবশ্য তাঁদের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ভারতীয়দের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।

 

 

প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর’ ছিল ভারতের তরফে সুনির্দিষ্ট প্রতিঘাত। সেনা, নৌসেনা ও বায়ুসেনার যৌথ উদ্যোগে এই গোপন অভিযান সম্পন্ন হয় সম্পূর্ণ ভারতীয় ভূখণ্ড থেকে। লক্ষ্য? জঙ্গি ঘাঁটি ধ্বংস—পাক সেনার কোনও স্থাপনায় আঘাত না করেই।