পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান দীর্ঘ বিরতির পর ফিরছেন বলিউডে, নতুন ছবি ‘আবির গুলাল’-এর মাধ্যমে। বাণী কাপুরের বিপরীতে তাঁকে দেখা যাবে এই ছবিতে। পরিচালনার দায়িত্বে রয়েছেন আরতি বাগদী। ২০২৫ সালের ৯ মে মুক্তি পাওয়ার কথা থাকলেও, ছবির মুক্তির আগেই তা ঘিরে তৈরি হয়েছিল চরম বিতর্ক। জম্মু-কাশ্মীরের পহলগাওঁয়ে হওয়া ভয়াবহ জঙ্গি হামলার রেশ সরাসরি পড়েছিল এই ছবির মুক্তির উপর। সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৭ জন নিরীহ মানুষ, আহত বহু। গোটা দেশ যেখানে শোকস্তব্ধ ও ক্ষুব্ধ, ঠিক তখনই একাংশ নেটিজেন প্রশ্ন তুলেছিলেন—এই অবস্থায় কি পাকিস্তানি অভিনেতার ছবি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া উচিত? এই প্রশ্নের সঙ্গে অনেকেই যোগ করেছিলেন, “পাকিস্তান যখন সন্ত্রাসে লিপ্ত, তখন তাদের শিল্পীদের ভারতে অভিনয়ের মঞ্চ দেওয়াটাই ভুল।” তবে সব বাধা কাটিয়ে শেষমেশ মুক্তি পাচ্ছে এই ছবি।
বলিউডপ্রেমীদের জন্য এ খবর দারুণ-ই বটে। গত মাসে জানা গিয়েছিল ফওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত ‘আবীর গুলাল’ বিদেশে মুক্তি পেয়েছে ১২ সেপ্টেম্বর। কিন্তু ভারতের দর্শকদের জন্য তখনও অপেক্ষা। এবার সেই অপেক্ষার অবসান। প্রযোজনা সংস্থা ইন্ডিয়ান স্টোরিজ লিমিটেড ঘোষণা করেছে, ২৬ সেপ্টেম্বর ভারতেও মুক্তি পাবে ছবিটি।

এক সূত্রের দাবি, ‘‘আমরা ছবির উপর ভীষণ আত্মবিশ্বাসী। এটি এক মিষ্টি অথচ উষ্ণ প্রেমকাহিনি, যা ভারতের দর্শকদের মন ছুঁয়ে যাবে।’’ পাশাপাশি, মুক্তির দিনে অন্য কোনও বড় ছবি না থাকায় ‘আবীর গুলাল’ দেশে উপভোগ করবে।
রঙিন, আবেগঘন, চেনা অথচ নতুন এক প্রেমের গল্প বলবে এই ছবি। গুলাল—যিনি পাত্রপক্ষকে না বলে পালিয়ে যান—হঠাৎই পৌঁছে যান লন্ডনে। সেখানে তাঁর জীবন গেঁথে যায় আবীর সিংয়ের সঙ্গে—এক জটিল অতীত ঘেরা রেস্তরাঁ ব্যবসায়ী। নাচের ক্লাস, অদ্ভুত ঘটনায় ভরা রাত আর অনিচ্ছুক বন্ধুত্ব—সব মিলিয়ে শুরু হয় এক ঝগড়া থেকে জমে ওঠা প্রেমের গল্প। কিন্তু ভালবাসা কি শুধু রসায়নে থেমে থাকে? না কি চাই আরও কিছু—ক্ষমা, নিরাময় আর নতুন করে বাঁচতে শেখা?
ছবিটি পরিচালনা করেছেন আরতি এস বাগদি। প্রযোজক বিবেক বি অগ্রওয়াল, রাজা নামাজি ও ফিরুজি খান। সঙ্গীতে আছেন অমিত ত্রিবেদী এবং গীত রচনা করেছেন কুমার। নির্মাতাদের দাবি, ‘আবীর গুলাল’ হতে চলেছে হাসি, কান্না আর ভালোবাসার এক অনবদ্য রোলারকোস্টার।
ফাওয়াদ খান শেষবার হিন্দি সিনেমায় দেখা গিয়েছিলেন করণ জোহরের এ দিল হ্যায় মুশকিল-এ, আর বাণী কাপুরের হাতে তখনও একাধিক ছবি। এবার এই দুই তারকা একই ফ্রেমে—যা একদিকে নস্টালজিয়া, অন্যদিকে নতুন কেমিস্ট্রির হাওয়া। প্রযোজনা সংস্থার তরফে এখনও ছবির গল্প গোপন রেখেছে। তবে শোনা যাচ্ছে, এটি এক আবেগঘন প্রেমকাহিনি, যেখানে দেশ–বিদেশ মিলিয়ে শুটিং হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাণীর ঝলমলে স্ক্রিন–প্রেজেন্স আর ফাওয়াদের ইন্টেন্স অভিনয়—দুই মিলে দর্শককে এক অন্য জগতে নিয়ে যাবে। এই ছবিতে শুধুমাত্র ফাওয়াদ ও বাণীই নন, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋদ্ধি ডোগরাকেও।
