সংবাদ সংস্থা মুম্বই: “দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রি মানেই কাস্টিং কাউচ নয়। আমি একটা নির্দিষ্ট ঘটনার কথা বলেছিলাম, কিন্তু সেটাকে পুরো দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে বলে ছড়িয়ে দেওয়া হয়েছে।”— স্পষ্ট ভাষায় জবাব দিলেন অভিনেত্রী ফতিমা সানা শেখ। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ফাতিমা বললেন, “এই ভুল ধারণাটা দূর করতে চাই। আমি একটা বিশেষ ঘটনার কথা বলেছিলাম। আর সেটাই ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে দেখানো হয়েছে যেন গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রিই এরকম। যেটা সম্পূর্ণ বাজে কথা! আমি সেই পরিস্থিতি সামলে উঠে গেছি, এগিয়ে গিয়েছি।”
ফতিমা বলেন, “এই ধরনের হয়রানি, পরিস্থিতি প্রায় সব মেয়েকেই কোনও না কোনওভাবে মুখোমুখি হতে হয়। একজন মহিলা রাস্তায় হেঁটে গেলেও কেউ তাকে হয়রানি করতে পারে, কটূক্তি করতে পারে। এটা একটা সার্বজনীন বাস্তবতা, কেবল ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সীমাবদ্ধ নয়। তাই আমার বক্তব্য নিয়ে এত হইচই করার কিছু ছিল না।”
আসলে কয়েক মাস আগে, বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে ফতিমা বলেছিলেন—“ দক্ষিণের ছবির একজন কাস্টিং এজেন্ট আমাকে জিজ্ঞেস করেছিল, ‘তুমি তো সব করতে রাজি থাকবে, তাই তো?’ আমি তখন উত্তর দিই, আমি আমার কাজ মন দিয়ে করব, চরিত্রটিকে ফুটিয়ে তুলে ধরার জন্য যা, যা প্রয়োজন সেটাই করব। কিন্তু উনি বারবার ওই কথাই বলছিলেন। তখন আমি ভাবলাম দেখি উনি কতটা নিচে নামতে পারেন, তাই বোকা সেজে শুনছিলাম।”
ফতিমা আরও জানান যে একটা দক্ষিণী প্রজেক্টের সময় হায়দরাবাদে তিনি এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হন, যেখানে প্রযোজকরা ঘুরিয়ে-ফিরিয়ে বলতেন— “তোমাকে অনেকের সঙ্গেই ‘দেখা’ করতে হবে”, কিংবা “তোমাকে এটা ওটা করতে হবে”। যদিও সরাসরি কিছু বলত না, তবু কথার অন্তর্নিহিত অর্থ বোঝা যেত।
ফতিমা আরও যোগ করেন, “যে ব্যক্তি এমন ব্যবহার করেছিল, সে কোনও বড় প্রযোজক ছিল না, সম্ভবত একটা ছোট প্রোডাকশনের কেউ। ওর ব্যবহার, আচরণ কোনওভাবেই গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রিকে পেশ করে না!”
