সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্রা। ২০২৩ সালে প্রথম জানাগিয়েছিল পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে তাঁর। তাও আবার বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারীর বায়োপিকের নিৰ্দেশক হিসাবে। পরে এক সাক্ষাৎকারে মণীশ এই বিষয়টি স্বীকার করে নিয়েছিলেন। জানিয়েছিলেন,সেই সময়ে ছবির প্রি প্রোডাকশনের কাজে ব্যস্ত রয়েছেন। ছবির চিত্রনাট্য যাতে নিখুঁত হয়, সেই দিকে নজর রেখেছেন তিনি। চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেই শুরু হবে ছবির শুটিং। মীনা কুমারীর ভূমিকায় এই ছবিতে অভিনয় করতে পারেন কৃতি শ্যানন। ছবি প্রযোজনার দায়িত্বে থাকছেন প্রযোজক ভূষণ কুমার। এই ছবি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মীনা কুমারী এবং তাঁর স্বামী কমল অমরোহীর পুত্র তাজদার অমরোহী। দাবি করেছিলেন, তাঁদের পরিবারের থেকে কোনওরকম অনুমতি নেওয়া হয়নি এই বায়োপিক ঘোষণার ব্যাপারে। আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
এক সাক্ষাৎকারে নরম-গরমভাবে জানিয়েছিলেন কৃতিরও উচিত মীনা কুমারীর ছবিতে অভিনয় না করা। সম্প্রতি, এক সাক্ষাতকারে মণীশ মলহোত্রা জানালেন তিনি আর এই বায়োপিকের নির্দেশকের আসনে বসছেন না। আরও জানান, ছবি পরিচালনা করার স্বপ্নটা এখনও অধরা রয়ে গিয়েছে তাঁর। তবে তাই বলে পরিচালনা থেকে সরে আসছেন না এমনটা নয়। অন্য একটি প্রজেক্ট তিনি পরিচালনা করবেন।
মীনা কুমারীর বায়োপিকের কাজ বিভিন্ন অজানা কারণে বারবার পিছিয়েছে। প্রথমে ঠিক হয়েছিল ২০২৩ সালে অক্টোবরে শুরু হবে শুটিং। সেখান থেকে তা পিছিয়ে ঠিক হল ২০২৪-এর অক্টোবর। পরে পিছিয়ে গেল সেই তারিখও। ঠিক হয়েছিল চলতি বছরের অক্টোবরে শুরু হবে ‘পাকিজা’ ও ‘বৈজু বাওরা’ খ্যাত অভিনেত্রী মীনা কুমারীর বায়োপিক তৈরির কাজ। কিন্তু শেষমেশ এই ছবির কাজটাই বন্ধ হয়ে গেল। কেন? তা অবশ্য জানা যায়নি।
প্রসঙ্গত, মাত্র ৩৮ বছর বয়সে মারা গিয়েছিলেন মীনা কুমারী। যকৃতের অসুখ কেড়ে নেয় প্রাণ। তবে সেই স্বল্প দিনের চলচ্চিত্র কেরিয়ারে ৯০টির বেশি সিনেমায় কাজ করেছেন।
