সংবাদসংস্থা মুম্বই: বলিউডের প্রযোজক, পরিচালক ফারাহ খান মাঝেমধ্যেই লাইম লাইটে আসেন তাঁর বিস্ফোরক মন্তব্যের জন্য। বিভিন্ন সাক্ষাৎকারে বেফাঁস মন্তব্যের জেরে কটাক্ষের শিকার ও হন তিনি। কিন্তু এবার স্বামী শিরীষ কুন্দরকে নিয়ে যা বললেন তিনি, জানলে চোখ কপালে উঠবে!
ফারাহ খান এবং তাঁর স্বামী শিরীষ কুন্দরের বিয়ে হয়েছে ২০ বছর। কৃত্রিম প্রজননের সাহায্য নিয়ে তাঁরা একসঙ্গে তিন সন্তানের অভিভাবক হন ২০০৮ সালে। দু'জনের প্রথম দেখা হয়েছিল ফারাহর পরিচালনায় আত্মপ্রকাশের ছবি 'ম্যায় হুঁ না'-র সময়। ফারাহ সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন যে তাঁদের সম্পর্ক শুরুতেই এত মধুর ছিল না।
তাঁর কথায়, "যখন আমি শিরীষের সঙ্গে দেখা করেছিলাম, তখন প্রথম ৬ মাস আমার মনে হয়েছিল যে আমার স্বামী সমকামী। আগে যখন আমি রেগে যেতাম তখন আমার বিরক্ত লাগত কারণ শিরীষ শুধু চুপ থাকত। চুপ থাকা এবং কোনও কথা না বলার জন্য আরও বেশি রাগ হত। যদিও এই বার কখনও দুঃখ প্রকাশ করিনি। শিরিষ ২০ বছরে কখনও আমার কাছে ক্ষমা চায়নি। এইভাবেই এগোচ্ছে আমাদের সম্পর্ক।"
