সংবাদ সংস্থা মুম্বই: ফের খবরের শিরোনামে কীর্থি সুরেশ। তবে কোনও ছবি অথবা জল্পনার জন্য নয়। ব্যক্তিগত জীবনের বড় খবর সর্বসমক্ষে আনলেন এই জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী। ঘোষণা করলেন অ্যান্টনি থাটিলের সঙ্গে তাঁর সম্পর্ক। শুধু তাই নয়, আরও জানিয়েছেন অ্যান্টনির সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন গত ১৫ বছর ধরে!
সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করে এই ঘোষণা সেরেছেন কীর্থি। সেই ছবিতে দেখা যাচ্ছে, অ্যান্টনি ও তিনি একসঙ্গে বাজি ফাটাচ্ছেন। ছবির সঙ্গে ক্যাপশনে জুড়লেন, “১৫ বছর পেরিয়ে আগামীর পথে হাঁটছে... কীর্থি এবং অ্যান্টনি।” উল্লেখ্য, অ্যান্টনি একজন নামী ব্যবসায়ী। এইমুহূর্তে দুবাইয়ে থাকেন তিনি। যদিও কেরলে জন্ম তাঁর।
