সংবাদসংস্থা মুম্বই: টানা তিনটি সুপারহিট সিজনের পর, ‘পঞ্চায়েত’ এখন দর্শকদের একেবারে প্রিয় সিরিজে পরিণত হয়েছে। এই সিরিজের পাঁচ বছর পূর্তি উপলক্ষে নির্মাতারা চমকের সঙ্গে ঘোষণা করেছিলেন ‘পঞ্চায়েত সিজন ৪’-এর মুক্তির তারিখের! এবার সামনে এল সিরিজের টিজার।
টিজার অনুযায়ী, এবার ফুলেরা গ্রামে নির্বাচনের পরিবেশ। ভূষণ, যার বিরুদ্ধে কিনা গ্রামে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ রয়েছে, সেই এবার বিধায়কের সঙ্গে হাত মিলিয়ে গ্রামের প্রধানজির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ ভোটযুদ্ধে দু'জনই ব্যাপক প্রতিদ্বন্দ্বি। বড় লড়াই হতে চলেছে।
টিজারে বলা হয়েছে, ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশগুলির মধ্যে একটি। এর একটি ছোট অংশ হল ফুলেরা গ্রাম, যেখানে নির্বাচনী লড়াই অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচনে জয়লাভের জন্য, প্রধানজি এবং তার সহযোগীরা সম্ভাব্য সকল উপায় অবলম্বন করবেন। তাই ভূষণজি এবং তার সহযোগীরা বিধায়ককে তাদের খপ্পরে ফেলার চেষ্টা করছে।
প্রচারাভিযানের জন্য একদিকে, প্রধানজি এবং মঞ্জু দেবী সারা গ্রামে লাউ বিতরণ করছেন, অন্যদিকে, ভূষণও তৈরি হচ্ছে ভোটের ময়দানের জন্য। এবারের সিজনে জমে উঠেছে সচিবজি ও রিঙ্কির প্রেম। এবার ফুলেরাতে যে বড়সড় ধামাকা হতে চলেছে, তার আভাস টিজারেই মিলেছে। ২ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম 'অ্যামাজন প্রাইম'-এ মুক্তি পাচ্ছে 'পঞ্চায়েত ৪'।
